আজ শেষ হবে রাণীমার পথ চলা, সারদার ভূমিকায় যোগ দিচ্ছেন সন্দীপ্তা

সারদার চরিত্রে অভিনয় করার জন্য ধারাবাহিকে পা রাখতে চলেছেন টেলি-অভিনেত্রী সন্দীপ্তা সেন

July 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার শেষ শ্যুটিং ছিল দিতিপ্রিয়ার (Ditipriya Roy)। ‘রাণী রাসমণি’-র (Rani Rashmoni) মৃত্যুতে ৪ বছরের যাত্রা শেষ করলেন অষ্টাদশী অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। কিন্তু ধারাবাহিক চলবে। গদাধর ও সারদামণির যাত্রা অব্যাহত থাকবে, সে কথা আগেই জানিয়েছিল দৃষ্টিভঙ্গি। গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার গল্প দেখানো হবে বলে জানিয়েছিলেন গদাধরের চরিত্রাভিনেতা সৌরভ সাহা নিজেই। কিন্তু সারদামণি তো বড় হবেন। তিনিও তো সারদা মায়ের পরিচয়ে পরিচিত হবেন। তাঁর চরিত্রে কাকে দেখা যাবে?


এই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে ধারাবাহিকের সেটেই। সারদার চরিত্রে অভিনয় করার জন্য ধারাবাহিকে পা রাখতে চলেছেন টেলি-অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সম্প্রতি অঞ্জন দত্তের পরিচালনায় ‘মার্ডার ইন দ্য হিলস’ ওয়েবসিরিজে চিকিৎসকের চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী। ফের ছোট পর্দায় পা রাখতে চলেছেন তিনি।


যদিও এই মুহূর্তে সন্দীপ্তা এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। কিন্তু টেলিপাড়ার আনাচে কানাচে শুধু এই নামই ঘুরছে। সারদা মায়ের রূপে দেখা যাবে সন্দীপ্তাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen