রাজ্য বিভাগে ফিরে যান

মাতৃভাষায় শিক্ষাদান – দেশে শীর্ষে বাংলা

July 4, 2021 | < 1 min read

মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ (Education in mother language)। রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়াই ভর্তি হন বাংলা মাধ্যম স্কুলে (Bengali Medium Schools)। মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। এমনকি প্রতিবেশী রাজ্য ওড়িশাতে মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী থাকলেও মোট পড়ুয়াদের ৮০ শতাংশই বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেন।  সম্প্রতি  UDISE (United District Information System For Education) এর এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দ্বারা দেশজুড়ে প্রি-প্রাইমারী থেকে ক্লাস ১২ পর্যন্ত সমস্ত স্বীকৃত ও অননুমোদিত বিদ্যালয়গুলির উপর UDISE সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষায় পঠনপাঠন বেছে নিয়েছেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন। যদিও দক্ষিণের রাজ্যগুলিতে ক্রমশ ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষায়।

মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে পিছিয়ে পড়েছে তামিলনাড়ু ও কেরল। তামিল ভাষায় পঠনপাঠনে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে ৪২.৬ শতাংশে। কেরলে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া মালয়ালমে পড়াশোনা করে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Education, #West Bengal, #Mother Language

আরো দেখুন