বোলপুরের রাঙাবিতানের আদলে রামপুরহাটে তৈরি হতে চলেছে তারাবিতান

আগামী ছয় মাসের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে রামপুরহাটে এসে জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন।

July 5, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধের একটি পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে বোলপুরের রাঙাবিতানের মধ্য দিয়ে। আর এবার বীরভূমে তাঁরই আরও এক সাধের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে রামপুরহাটে। বোলপুরের রাঙ্গাবিতানের আদলেই রামপুরহাটে গড়ে উঠতে চলেছে তারাবিতান (Tarabitan)। আগামী ছয় মাসের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে রামপুরহাটে এসে জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন।

রামপুরহাটের সেচ দপ্তরের সুবিশাল জায়গায় সার্কিট হাউজের পাশে গড়ে উঠবে এই তারাবিতান। মোট ৬.৮৪ একর জমির উপর ৫.১৬ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে এই তারাবিতান। ইতিমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য বীরভূম জেলাশাসক বিধান রায়, রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি চেয়ারম্যান আশিস বন্দোপাধ্যায় দফায় দফায় বৈঠক এবং স্থান পরিদর্শন করেছেন। প্রকল্প বাস্তবায়িত করা নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে সরকারিভাবে।

বীরভূম জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, ‘রাজ্য পর্যটন দপ্তরের আর্থিক সহযোগিতায় টিআরডিএ এর তত্ত্বাবধানে এই তারাবিতান তৈরি করা হবে। গ্রামীণ ঐতিহ্য বজায় রেখেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।’ রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে এই তারাবিতান জেলার গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।’

রাজ্য সরকারের তরফে তারাবিতান তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে থাকবে মোট ২১টি কটেজ। যেগুলির মধ্যে একটি কটেজ থাকবে ভিআইপিদের জন্য। এর পাশাপাশি সামঞ্জস্য বজায় রেখে তৈরি করা হবে রেস্টুরেন্ট এবং মানানসই গেট। তারাবিতানের কিছুটা দূরেই তৈরি করা হবে একটি হেলিপ্যাড।

এছাড়াও রামপুরহাটের (Rampurhat) নিশ্চিন্তপুরের সরকারি একটি জায়গার উপর চার কোটি টাকা ব্যয়ে পার্কিং প্লাজা এবং শপিং কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য প্রশাসনিক কর্তারা স্থান পরিদর্শন করেছেন এবং প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায় জানিয়েছেন, পরে এই জায়গায় অডিটোরিয়াম তৈরি করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen