মাতৃত্বের মজাদার গল্প নিয়ে হাজির কৃতি, প্রকাশ পেল মিমির ট্রেলার

৩০ জুলাই নেটফ্লিক্সে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ছবির

July 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে ঘুরছে কৃতি শ্যাননের (Kriti Sanon) মা হওয়ার খবর। প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি। লক্ষণ উতেকর পরিচালিত ছবি ‘মিমি’-র বহু প্রতিক্ষিত ট্রেলার বের হল এবার, যেখানে সন্তানসম্ভবা কৃতি শ্যানন (Kriti Sanon)। ট্রেলারের পরতে পরতে উত্তেজনা, মজা। নজর কাড়লেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)।

বিয়ের আগেই মা হতে চলেছেন কৃতি, তবে তা তাঁর নিজের ইচ্ছাতেই। এক বিদেশি কাপলের সন্তান চাই, কৃতির সৌন্দর্য মুগ্ধ করে তাঁদের, তাই কুড়ি লক্ষ টাকার পরিবর্তে সারোগেসির মাধ্যমে সন্তান চেয়েছিলেন ওই কাপল। বহু ডিলেমার পর শেষ পর্যন্ত রাজি হন কৃতি। যদিও তাঁর মনে প্রশ্নও থাকে প্রচুর। তাঁর ফিগার নষ্ট হবে কিনা, বাড়ি সামলাবেন কীভবে, সবকিছুর পর অবশেষে তিনি এই পদ্ধতির মধ্যে দিয়ে যান। মা হওয়ার প্রস্তুতিও নেন। 

বেবি বাম্প দেখা যায় তাঁর। হঠাৎই বেঁকে বসেন এই দম্পতি। বলেন তাঁদের সন্তান চাই না। কৃতির কাছে মা হওয়ার প্রস্তাব নিয়ে আসেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), তিনি কৃতিকে গর্ভপাতের কথা বলেন। কৃতি পড়েন মহা বিপদে। এরপরই বাড়িতেও জানাজানি হয়ে যায়। সব বাধা কাটিয়ে অবশেষে ফুটফুটে এক সন্তানের জন্ম দেন কৃতি। ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গেই বিয়ে হবে তাঁর। টানটান ট্রেলার দেখে মনে হচ্ছে সিনেমা দেখে এক মুহূর্তও বোর হবেন না সিনেমাপ্রেমীরা। ৩০ জুলাই নেটফ্লিক্সে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ছবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen