দেশ বিভাগে ফিরে যান

অলিম্পিক্স মার্চপাস্টের সঙ্গেই বিজেপি মন্ত্রীর প্রচার, রাগ প্রকাশ নেট দুনিয়ায়

July 24, 2021 | < 1 min read

ইতিমধ্যেই বেজে গেছে অলিম্পিকের (Olympics) ডঙ্কা। গোটা দেশ ভারতীয় অ্যাথলিটদের মার্চ পাস্টের অপেক্ষা করেছিলেন। তবে হঠাৎ করেই টেলিভিশনের পর্দা একেবারে অর্ধেক হয়ে যায়। আর সেখানে শুধুমাত্র কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) দেখতে পাওয়া যায়। এই ঘটনার পরই রীতিমতো ক্ষোভে উত্তাল হয়ে উঠছেন নেট নাগরিকরা। টুইট করে তাঁরা সেই রাগ জাহিরও করেছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে টোকিয়ো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে ২১ নম্বর দল হিসেবে ভারতকে মার্চ পাস্টে দেখতে পাওয়া গেছে। মার্চ পাস্টে ভারতীয় দলের হয়ে পতাকা ধরেন মহিলা বক্সার মেরি কম এবং ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। উল্লেখ্য, জাপানের অক্ষর অনুসারে ভারতকে ২১ নম্বরে জায়গা দেওয়া হয়েছে।

এই নিয়ে দ্বিতীয়বার টোকিয়োয় অলিম্পিকের আসর বসতে চলেছে। ১৯৬৪ সালে টোকিয়ো সফল অলিম্পিকের আয়োজন করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tokyo Olympics, #Anurag Thakur

আরো দেখুন