দোকান খোলা নিয়ে রাজ্যের নির্দেশিকা আজ

দোকান খোলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিছু শর্তও দিয়েছে। সেই কারণে শনিবার এ বিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করতে পারল না। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আজ নির্দেশিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় সরকার কিছু ক্ষেত্রে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় রাজ্যকে নতুন করে নির্দেশিকা তৈরি করতে হচ্ছে।

May 4, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

দোকান খোলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিছু শর্তও দিয়েছে। সেই কারণে শনিবার এ বিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করতে পারল না। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আজ নির্দেশিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় সরকার কিছু ক্ষেত্রে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় রাজ্যকে নতুন করে নির্দেশিকা তৈরি করতে হচ্ছে। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার সেই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরে দোকান খুলতে পারবেন ব্যবসায়ীরা। গ্রিন ও অরেঞ্জ জোনে কী ধরনের দোকান খোলা রাখা যাবে, ওই নির্দেশিকায় তা জানা গেলেও কন্টেইনমেন্ট জোনে কোনও কিছু খোলা রাখা যাবে না।

দোকান খোলা নিয়ে রাজ্যের নির্দেশিকা আজ

গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, সোমবার থেকে গ্রিন জোনে কিছু ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, শনিবার এ ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হবে। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের মেয়াদ ১৪ দিন বাড়ানোর পাশাপাশি দোকান খোলা রাখা নিয়ে নতুন কিছু শর্ত আরোপ করেছে। সেই নির্দেশিকার পরই নতুন করে তালিকা তৈরি করছে মুখ্যসচিবের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স।

তবে মুখ্যমন্ত্রী চান, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ১০০ দিনের কাজ সহ সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ শুরু হোক। কৃষিক্ষেত্রে ছাড় দিতে চায় কেন্দ্র এবং রাজ্য সরকার দু’পক্ষই। সেইসঙ্গে রাজ্যে যে আটটি জেলা গ্রিন জোনে রয়েছে, সেখানে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠুক। ভিড় কম এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান খোলা হোক। তবে শপিং মল, মার্কেট কমপ্লেক্স, হকার্স কর্নার বা ফুটপাতে বাজার বসানো যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen