পিএসি বিতর্কে হাইকোর্টে হলফনামা বিধানসভা স্পিকারের

মুকুল রায়ের কাছে এবার হলফনামা তলব করল আদালত। মামলাটির পরবর্তী শুনানি ২৪ অগাস্ট।

August 12, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

‘মামলাটি গ্রহণযোগ্য নয়’। PAC বিতর্কে হাইকোর্টে হলফনামা দিলেন বিধানসভার স্পিকার। মুকুল রায়ের কাছে এবার হলফনামা তলব করল আদালত। মামলাটির পরবর্তী শুনানি ২৪ অগাস্ট।

বিধানসভা ভোট মিটতেই বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূলে। মুকুল রায়ের বিধায়ক খারিজ করতে উঠেপড়ে লেগেছে গেরুয়াশিবির। দ্বিতীয় দফায় ইতিমধ্যেই শুনানিও হয়েছে বিধানসভায়। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিতে যখন আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল, তখন আবার মুকুলকেই পিএসসির চেয়ারম্যান নিয়োগ করেছেন বিধানসভার স্পিকার। বিরোধীদের আপত্তিকে আমল দেননি তিনি।

পিএসসি বিতর্কে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। মঙ্গলবার মামলাটি শুনানি হয়। মুকুল রায়কে কীভাবে PAC-র চেয়ারম্যান করা হল? ১২ অগাস্টের মধ্য়ে বিধানসভার স্পিকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আদালতে নির্দেশ মেনে এদিন হলফনামা জমা দিলেন স্পিকার। দাবি করলেন, ‘মামলাটি গ্রহণযোগ্য নয়’। বস্তুত, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার সিদ্ধান্তে ভুল কিছু দেখছে না তৃণমূলও। তাদের বক্তব্য, মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক। রীতি মেনে বিরোধী দল থেকে পিএসির চেয়ারম্যান বেছে নেওয়া হয়েছে তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen