কলকাতা বিভাগে ফিরে যান

কীভাবে সামলাবেন ৩টি দপ্তর, জানালেন সুব্রত

August 23, 2021 | < 1 min read

সহকর্মী অসুস্থ। এমনকী প্রয়াত হয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিব। এই পরিস্থিতিতে সাধন পাণ্ডের দপ্তর সামলাতে সিনিয়র মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নতুন দুই দপ্তরের কাজ শুরু করলেন তিনি। সোমবার প্রথমে ক্রেতা সুরক্ষা দপ্তর ও তারপরে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) জানান, এই দুটি দপ্তর ইতিমধ্যেই জনপ্রিয়। আরও জনপ্রিয় করে তোলাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

এই দপ্তরগুলি সামলাতে তিনি ইতিমধ্যেই রূপরেখা তৈরি করেছেন বলে খবর। এই বিষয়ে সুব্রতবাবু বলেন, ‘‌এই দপ্তর থেকে মানুষ সরাসরি সুবিধা পেয়ে থাকেন। আগামীদিনেও যাতে সেই সুবিধা তাঁরা আরও সহজে পান সেটা দেখাই আমার মূল কর্তব্য। এই দপ্তরগুলির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে সুবিধা পৌঁছয় তা আরও প্রচারের আলোয় আনতে হবে।’‌

কিন্তু এতগুলির কীভাবে সামলাবেন তিনি? এই বিষয়ে পোড়খাওয়া মন্ত্রী জানান, সপ্তাহের কোনও বিশেষ দিন নয়। পঞ্চায়েতের পাশাপাশি এই দুটি দপ্তরের কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন তিনি। দিনের শুরুতে ক্রেতা সুরক্ষা এবং স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর দেখবেন। আর মধ্যভাগ থেকে শেষ পর্বে পঞ্চায়েত দপ্তরের কাজ করবেন তিনি।

উল্লেখ্য, জুলাই মাসের ২১ তারিখ অসুস্থ হয়ে পড়েন সাধন পাণ্ডে। টানা ভেন্টিলেশনেই ছিলেন তিনি। কয়েক দিন আগেই ভেন্টিলেশন থেকে তাঁকে বের করে আনা হয়েছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন মানিকতলার বিধায়ক। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন। এই অবস্থায় যাতে দপ্তরের কাজ আটকে না থাকে তাই নতুন দায়িত্বে আনা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Subrata Mukherjee

আরো দেখুন