বিজেপি সাংসদের ছবি ঢেকে দেওয়া হল বিধায়কের কার্যালয়ে, দলবদলের জল্পনা

September 9, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

আগেই বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছিলেন দলের আর কোনও কর্মসূচিতে তিনি থাকবেন না। জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর বিরোধের মধ্যেই এবার নয়া দ্বৈরথে রায়গঞ্জের বিধায়ক। তাঁর বিধায়কের দলীয় কার্যালয়ে ঢেকে দেওয়া হল সাংসদ দেবশ্রী চৌধুরীর (Debashree Chowdhury) ছবি। এ নিয়ে নতুন করে সাংসদ-বিধায়ক দ্বৈরথ প্রকাশ্যে এল রায়গঞ্জে।

এর আগে জেলা নেতৃত্বের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) নিজেই। এরপর সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছবি ঢেকে দেওয়ায় সাংসদ-বিধায়ক দ্বন্দ আবার প্রকাশ্যে এল। একদা যে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত ধরে পদ্মে যোগ দেন কৃষ্ণর সেই দেবশ্রীর সঙ্গে মতবিরোধ কিসের ঈঙ্গিত? তবে কি সৌমেনের পথেই হাঁটছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক? এদিনের ঘটনায় কৃষ্ণর দলবদল নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে। সেই জল্পনা যে সত্যি হতে পারে তাও জানাচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি, এবার বিধায়কের শিবিরবদল শুধু সময়ের অপেক্ষা।

রায়গঞ্জের সুপার মার্কেট সংলগ্ন এলাকায় বিধায়ক কৃষ্ণ কল্যানীর দলীয় কার্যালয়ের বাইরের গেট ও সামনের পোস্টারে থাকা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি সাদা কাগজে ঢেকে দেওয়া হয়েছে। এই দৃশ্য চোখে পড়তেই চাঞ্চল্য ছড়ায় কর্মীদের মধ্যে। এদিকে দিন কয়েক আগেই জেলা নেতৃত্বের সঙ্গে না থাকার কথা বলে জেলা বিজেপির সমস্ত কর্মসূচী থেকে বিরত থাকার ঘোষণা করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুধু তাই নয়, নির্বাচনের পর থেকেই সাংসদ ও জেলা নেতৃত্বের সঙ্গে বিধায়কের দূরত্ব নিয়ে জল্পনা ছিলই। পরপর বেশ কয়েকটি কর্মসূচিতেও দেখা মিলছিল না জেলার দুই বিজেপি বিধায়কের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen