কলকাতা বিভাগে ফিরে যান

ভবানীপুরে রবিবাসরীয় প্রচারে তাক লাগলেন সুব্রত মুখোপাধ্যায়

September 19, 2021 | < 1 min read

“পৃথিবীর কোনও শক্তি নেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটকাবে!” মুখ্যমন্ত্রীর (CM) সমর্থনে রবিবাসরীয় বর্ণাঢ্য প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর দাবি, ঠিক মতো ভোট পড়লে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়ী হবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় সকালে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীরা প্রচারে নেমেছেন অলিতে-গলিতে। এদিন ৬৩ নম্বর ওয়ার্ড ও সদর স্ট্রিটে অভিনব প্রচারে অংশ গ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হুট খোলা গাড়িতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রার্থনা করেন এই বর্ষীয়ান নেতা।

এদিন সুব্রতবাবুর প্রচার ছিল অভিনব ও বর্ণাঢ্য। প্রচারের মধ্যে তুলে ধরা হল পুরুলিয়ার ছৌ নাচ ও আদিবাসী নৃত্য। বাংলার লোকসংস্কৃতিকে শহরবাসীর সামনে উপস্থাপন করা হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ওয়ার্ডের কো-অডিনেটর সুস্মিতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সুব্রত মুখোপাধ্যায় বলেন রেকর্ড মার্জিনে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সারা দেখে তিনি অভিভূত বলে জানান। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তিনি শুভেচ্ছা জানান। আগামী দিনে আরও অনেক চমক রয়েছে বলে জানিয়েছেন সুব্রতবাবু।

উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নিয়ম করে প্রচার কাজ সারছেন সুব্রত মুখোপাধ্যায়। এর আগে থিয়েটার রোড, রাসেল স্ট্রিট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। পাশাপাশি জনসংযোগে জোর দিতে প্রাতর্ভ্রমণকারীর সঙ্গে যোগ দিয়েছিলেন চায়ের আড্ডায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Subrata Mukherjee, #Bhabanipur Bypoll

আরো দেখুন