জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিতে’ বাংলায় হয়ে গেল ‘মা মাটি মানুষ হিতে’ গাইলেন কে?

মুখ্যমন্ত্রী কাজের মাধ্যমে বিশ্বে নজির গড়েছেন বলে মত রাজেশের।

September 21, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

শ্রীলঙ্কার গায়িকা ইওহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি সম্প্রতি জনপ্রিয় হয়েছে। সেই গানের সুরে বাংলায় গান তৈরি করলেন মেদিনীপুরের বাবা-মেয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে এই গান। মেদিনীপুরের রাজেশ চক্রবর্তী এবং তাঁর মেয়ে অপরাজিতা গেয়েছেন গানটি। রাজেশ এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত।

দিন কয়েক আগেই নেটমাধ্যমে আপলোড করা হয়েছে এই গান। ইতিমধ্যেই বহু মানুষ গানের ভিডিয়ো দেখেছেন। সেই গানে ‘মানিকে মাগে হিতে’ হয়েছে ‘মা-মাটি-মানুষ হিতে’। গান জুড়েই রয়েছে মমতার কাহিনি। তাঁর সরকারের সাফল্যের জয়ধ্বনি।

মুখ্যমন্ত্রী কাজের মাধ্যমে বিশ্বে নজির গড়েছেন বলে মত রাজেশের। জনপ্রিয় গানের সুরে গানটি বেঁধে তা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেছেন তিনি। অপরাজিতা জানিয়েছেন, এর আগে তিনি কোনও দিন গান রেকর্ড করেননি। মমতার জন্য লেখা গানই তাঁর প্রথম রেকর্ড করা গান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen