খেলা বিভাগে ফিরে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

October 29, 2021 | < 1 min read

ফর্মে ফিরলেন ডেভিড ওয়ার্নার। বাঁহাতি ওপেনারের অর্ধশতরানে ভর করে শ্রীলঙ্কাকে দাপটে সাত উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এই জয়ের সুবাদে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেল তারা। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ১৫৪ রান। জবাবে ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছল ‌অস্ট্রেলিয়া (১৫৫-৩)।

আইপিএলে ছন্দে ছিলেন না ওয়ার্নার। নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১৪ রান। তবে এদিন তাঁর হাফ-সেঞ্চুরি এল মাত্র ৩১ বলে। ফিঞ্চ (৩৭) ও গ্লেন ম্যাক্সওয়েল (৫) ফেরার পর ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলে তিনিই টানলেন দলকে। আর বাকি কাজ করলেন স্টিভ স্মিথ (অপরাজিত ২৮) ও মার্কাস স্টোইনিস (অপরাজিত ১৮)। 

এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার নিসাঙ্কাকে (৭) দ্রুত হারায় শ্রীলঙ্কা। তারপর দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন কুশল পেরেরা (৩৫) ও আসালাঙ্কা (৩৫)।  কিন্তু আসালাঙ্কা ফেরার পরই মিডল অর্ডারে ধরে ভাঙন। ১৬ রানের মধ্যে পড়ে যায় চার উইকেট। ৭৮ রানে দ্বিতীয় উইকেট প঩ড়েছিল শ্রীলঙ্কার। সেখান থেকে ১৩ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৯৪-৫। আবিষ্কা ফার্নান্ডো (৪), হাসারাঙ্কা ডি সিলভা (৪) রান পাননি। তবে ষষ্ঠ উইকেটে ৪০ রান যোগ করেন ভানুকা রাজাপাকসে (২৬ বলে অপরাজিত ৩৩) ও অধিনায়ক দাসুন শানাকা (১২)। এই জুটিই শ্রীলঙ্কাকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Australia Cricket team

আরো দেখুন