Trump Tariffs: নভেম্বরেই উঠে যাবে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক, দাবি মোদীর মুখ্য আর্থিক উপদেষ্টার

যদিও নিজের বক্তব্যকে তিনি ব্যক্তিগত অনুমান বলে ব্যাখ্যা করেছেন, শিল্পমহল তাতেই আশার আলো দেখছে।বিনিয়োগকারীদের মতে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে উন্নতি হলে ইতিবাচক প্রভাব পড়বে শেয়ারবাজারেও।
শুল্ক সংক্রান্ত জল্পনায় আরও রসদ যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ব্রিটেন সফর চলাকালীন তিনি সাংবাদিকদের বলেন, “ভারত এবং মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে।” নয়াদিল্লি এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।
প্রসঙ্গত, রাশিয়া (Russia) থেকে তেল কেনার কারণে গত আগস্টে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসিয়েছিল আমেরিকা। তারপর থেকে দুই দেশের মধ্যে নতুন কোনও সমাধানসূত্র খোঁজার আলোচনা হয়নি। সম্প্রতি দিল্লিতে ফের সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নাগেশ্বরণের বক্তব্য ও ট্রাম্পের মন্তব্যে তাই আশার সঞ্চার হয়েছে।
কলকাতার একাধিক বণিকসভায় অংশ নিয়ে নাগেশ্বরণ বলেন, “৩০ নভেম্বরের মধ্যে শুল্ক সমস্যা মিটে যেতে পারে বলে আশা করছি। তবে আমেরিকা যদি সুরাহা না দেয়, তাহলে ভারতের রপ্তানি বড় ধাক্কা খাবে।”
চীন (China) প্রসঙ্গেও সতর্ক করেন তিনি। কাঁচামাল আমদানির জন্য অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে শিল্পমহলকে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, টেকসই অর্থনীতির জন্য জিডিপিতে (GDP) উৎপাদন খাতের ভূমিকা আরও জোরদার করতে হবে।