ঝলমলে ফ্যাশন শোয়ে মাতৃত্বের ইঙ্গিত? সোনাক্ষী–জাহিরকে নতুন জল্পনা!

October 15, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৯: বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল বিক্রম ফাডনিস-এর গ্র্যান্ড ফ্যাশন শো। মুম্বইয়ের এই হাই-প্রোফাইল ইভেন্টে ছিল কৌচার, নিখুঁত হস্তশিল্প আর সেলিব্রিটি গ্ল্যামারের অনন্য মেলবন্ধন। ফ্যাশন জগতের এই মহোৎসবের পর্দা নামল সলমন খানের জমজমাট ফিনালেতে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন আরেক জুটি — সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। তাঁদের যুগল উপস্থিতি যেন পুরো ইভেন্টে এনে দিয়েছিল এক রাজকীয় উপস্থিতি।

এই রাতে সবার চোখ কেড়ে নিয়েছিলেন সোনাক্ষী। পরেছিলেন লাল ও আইভরি রঙের আনারকলি, যা ছিল বিক্রম ফাডনিসের ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ। দীর্ঘ ফ্লোর-লেংথ পোশাকে ছিল খুঁটিনাটি ফুলের এমব্রয়ডারি — গাঢ় লাল, আইভরি ও সোনালি জরির কাজ যেন এক শিল্পকর্ম। হালকা স্বচ্ছ ও সুন্দরভাবে বর্ডার দেওয়া দুপাট্টা পুরো লুকটিতে এনে দেয় রোমান্টিক ছোঁয়া।

স্টাইলিংয়েও ছিল নিখুঁত পরিকল্পনা বড়সড় ঝুমকা, ক্লাসিক লাল টিপ আর ঢেউ খেলানো খোলা চুলে যেন উজ্জ্বল হয়ে উঠেছিলেন তিনি। মেকআপ ছিল হালকা। ঠিক সেই কারণেই পোশাকের শিল্পভাবনা ফুটে উঠেছিল আরও স্পষ্টভাবে। সোনাক্ষীর এই রাজকীয় উপস্থিতি সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে। অনেকে তাঁর লুক দেখে গর্ভাবস্থার জল্পনাও ছড়ান। তবে তিনি একটিও মন্তব্য না করে নিজের স্টাইল ও আত্মবিশ্বাস দিয়েই জবাব দেন সব প্রশ্নের।

শেষে সালমান খানের ঝলমলে শোস্টপার পারফরম্যান্সে মঞ্চ কাঁপলেও, সোনাক্ষী ও জাহিরের রাজকীয় আভিজাত্য ইভেন্ট শেষ হওয়ার পরও থেকে গিয়েছে আলোচনার কেন্দ্রে। তাঁদের এই স্টাইল স্টেটমেন্ট এখন ট্রেন্ডের শীর্ষে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen