লাভ স্টোরির নয়া চ্যাপ্টার শুরু বলিউডে,আমিরের জীবনে নতুন সঙ্গীর আগমন, বিয়ে কবে?

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:০০: আমির খান ও গৌরি স্প্রাট এই জুটিকে নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। আর গত বছর নিজেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনে আমির যেন সেই গুঞ্জনে সিলমোহর দেন। এবার তাঁদের সম্পর্ক আরও এক ধাপ এগোতে চলেছে—দু’জনেই একসঙ্গে থাকতে নতুন বাড়িতে শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক এক কথোপকথনে আমির জানান, মুম্বইয়ের একটি অভিজাত নতুন বাড়িতে তাঁরা উঠছেন। তবে পরিবার থেকে দূরে নয়—রিপোর্ট অনুযায়ী, আমির তাঁর পরিবারের কাছাকাছিই থাকবেন।

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, এই শিফটিং হচ্ছে এমন এক সময়ে, যখন তাঁর প্রোডাকশন ‘হ্যাপি প্যাটেল’ রিলিজের মাঝপথে। তবে বিয়ের বিষয়ে আপাতত তড়িঘড়ি কোনও পরিকল্পনা নেই বলেই স্পষ্ট করেন আমির। আরও বলেন, গৌরী ও তিনি একে অপরের প্রতি খুব সিরিয়াস, সম্পর্কটি কমিটেড—তাঁদের কাছে তাঁরা ইতিমধ্যেই “পার্টনার”। আমির বলেন, মন থেকে তিনি গৌরীকে আগেই বিয়ে করে ফেলেছেন; আইনি ভাবে তা করবেন কি না, সেটা পরে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, আমিরের প্রথম বিয়ে রীনা দত্তের সঙ্গে (১৯৮৬)। তাঁদের দুই সন্তান—ইরা ও জুনেদ। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির; সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে হয় আজাদ। সেই সম্পর্কও ২০২১ সালে শেষ হলেও রীনা ও কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক আজও সৌহার্দ্যপূর্ণ, বিভিন্ন উৎসব, পারিবারিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। আমির তাঁর ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা নিশ্চিত করেন এবং জানান, ২৫ বছর আগে প্রথম দেখা হলেও পরে কাজিন নুজহত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয়—গৌরীর সঙ্গে তিনি এখন খুব সুখী অনুভব করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen