সৈকত শহরের মুকুটে নয়া পালক, তীর্থক্ষেত্র দীঘা ঘিরে বাড়ছে পর্যটকদের উৎসাহ
এ যাবৎ সমুদ্র সৈকত ছিল দীঘার মূল আকর্ষণ।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এ যাবৎ সমুদ্র সৈকত ছিল দীঘার মূল আকর্ষণ। সৈকত শহরের মুকুটে যোগ হচ্ছে জগন্নাথ মন্দির। আজ, বুধবার মন্দিরের উদ্বোধন। এরপরই সর্বসাধারণের খুলে দেওয়া হবে তীর্থক্ষেত্র। ছোট ব্যবসায়ী, পরিবহণ কর্মী, হোটেল মালিকরা আশায় দিন গুণছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দ্বারোদ্ঘাটনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু পর্যটক এখনও দীঘায় রয়ে গিয়েছেন।
দীঘার হোটেল মালিকরা বলছেন, মন্দির দেখার আগ্রহ মানুষের মধ্যে বাড়ছে। ইতিমধ্যেই রথযাত্রার সময় বুকিং পাওয়া যাবে কি না, তা জানতে ফোন করছেন পর্যটকেরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে বলেও জানাচ্ছেন পর্যটকেরা। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ করা হয়েছিল দীঘায়। নিয়ন্ত্রণ উঠতেই বুকিংয়ের জোয়ার আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মন্দিরকে ঘিরে উন্মাদনা বাড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, আগে সমুদ্র নিয়ে আগ্রহ ছিল। এখন ধর্মীয় ভাবাবেগ যোগ হওয়ায় মানুষের আগ্রহ তুঙ্গে। টোটো চালক, ডালা বিক্রেতা, মিষ্টি বিক্রেতার মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। আজ উদ্বোধনের অনুষ্ঠান মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য দর্শকাসন প্রায় ২০ হাজার করা হয়েছে। মন্দিরের বাইরে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে।