উদ্বোধনেও নজির, এবার বাংলাজুড়ে তিন হাজার পুজোর সূচনা মমতার হাতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৩: আজ মহালয়া। আজ থেকে মাতৃপ্রতিমার উদ্বোধন শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শনিবার কলকাতা ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে তিনটি বড় পুজোর মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানা রবিবার থেকে শুরু হবে উদ্বোধন পর্ব। তাঁর কথায়, “মহালয়ায় তর্পণ হবে। চণ্ডীপাঠ হবে। তার পরেই মাতৃপ্রতিমার উদ্বোধন করব।” এবার সব মিলিয়ে প্রায় তিন হাজার পুজোর সূচনা করবেন বাংলার দিদি।
শনিবার টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজো মিলিয়ে আগামী চার-পাঁচ দিনে প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করব।’
আজ মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। আজও ভার্চুয়াল মাধ্যমে ‘জেলায় জেলায় দুর্গোৎসবের শুভসূচনা’ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যজুড়ে প্রায় ৩৫০টি পুজোর ভার্চুয়াল সূচনা করবেন তিনি।
চেতলা অগ্রণী সহ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি। সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোর সূচনা করবেন। জেলায় জেলায় পুজো কমিটিগুলি প্রস্তুতি সেরে ফেলেছে। জায়ান্ট স্ক্রিন লাগানোর কাজ শেষে। শেষ মুহূর্তের কাজ চলছে। পুলিশের মাধ্যমে পুজো কমিটিগুলির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় বার্তা। জুমের মাধ্যমে পুজো সূচনা হবে, তাই যথাযথ ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
মোট তিন দিন চলবে সূচনা অনুষ্ঠান। আজ, রবিবারের পর আগামী মঙ্গলবার এবং বৃহস্পতিবারও জেলার পুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ত্রীধারা সম্মেলনী’র পুজো মণ্ডপ এবং বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো মণ্ডপ থেকে জেলার বাকি পুজোর সূচনা করবেন তিনি।