Do or Die ম্যাচে দুরন্ত কামব্যাক! মহেশের জাদুতে লাল-হলুদের পুনরুত্থান, ৪-০তে বিধ্বস্ত চেন্নাইয়িন

October 28, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৮:৪২: ইস্টবেঙ্গলের সুপার কাপ অভিযান এবার নাটকীয়তার কমতি রাখছে না! প্রথম ম্যাচে বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে ড্র করে নিজেদের সেমিফাইনালের রাস্তা কঠিন করে তুলেছিল অস্কার ব্রুজোর দল। তাই চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচটি ছিল কার্যত ‘করো বা মরো’। তবে সেই চাপে দমে যায়নি লাল-হলুদ বাহিনী। নাওরেম মহেশ সিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সে, তাঁর তৈরি তিনটি অ্যাসিস্টের সুবাদে, বাম্বোলিমে ৪-০ ব্যবধানে দাপটের জয় তুলে নিল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরুটা কিন্তু সহজ ছিল না। মাত্র ২ মিনিটে চেন্নাইয়িনের ফারুক চৌধুরী গোলের সুযোগ পেয়ে যান, কিন্তু প্রভসুখন সিং গিলের তীক্ষ্ণ রিফ্লেক্সে রক্ষা পায় ইস্টবেঙ্গল। সেই মুহূর্ত থেকেই যেন ঘুম ভাঙে ব্রুজোর ছেলেদের। মাঝমাঠে ক্রেসপো ও মহেশের দাপটে খেলা ক্রমে চেন্নাইয়িনের অর্ধে গিয়ে জমে ওঠে। বিদেশি জুটি হামিদ আহদাদ ও মিগুয়েল ফিগুয়েরা সুযোগ তৈরি করলেও প্রথম দিকে গোলের দেখা মিলছিল না।

অবশেষে ৩৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মহেশের নিখুঁত ফ্রি-কিক থেকে মাথা ছুঁয়ে জালে বল পাঠান আর্জেন্টিনীয় ডিফেন্ডার কেভিন সিবিয়ে—লাল-হলুদ জার্সিতে তাঁর প্রথম গোল। এর পাঁচ মিনিট পরই মহেশের ক্রস থেকে বিপিন সিং ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির ঠিক আগে আবারও বিপিন মহেশের তৈরি মুভে গোল করে ম্যাচ কার্যত চূড়ান্ত করে দেন।

দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িনের পাল্টা লড়াই দেখা গেলেও ইস্টবেঙ্গলের রক্ষণ ছিল অটল। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে হিরোশি ইবুসুকি স্কোরলাইন ৪-০ তে শেষ করেন। এই জয়ে সেমিফাইনালের আশা ফের উজ্জ্বল করল ইস্টবেঙ্গল। এখন সকলের দৃষ্টি পরবর্তী মোহনবাগান ম্যাচ ও আসন্ন ডার্বির দিকে—যা নির্ধারণ করবে সুপার কাপে লাল-হলুদের ভবিষ্যৎ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen