মস্কো ঘোরার প্যাকেজে ফ্রি টিকা, যাবেন নাকি?

দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মস্কো ভ্রমণের হিড়িক তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে এখন অতিরিক্ত চার্টার্ড বিমান চালু করার কথা ভাবছে ট্রাভেল সংস্থাটি।

May 21, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ভ্যাকসিন-ভ্রমণ! সেটা আবার কীরকম? সোজাভাবে বললে, রথ দেখা, কলা বেচা একই সঙ্গে! অর্থাৎ, ভ্রমণের সঙ্গে ফ্রি ভ্যাকসিন। কোনও ঝামেলা-ঝক্কি নেই। ভারতে ভ্যাকসিন নিতে ‘লাইন লাগাও’য়ের দলে নাম লেখানোর প্রয়োজন নেই। বরং নাম লেখাতে হবে মস্কো ভ্রমণে। বিমানের টিকিট বুক হলেই মিলবে স্পুটনিক-ভি’র (Sputnik V) দু’টি ডোজ। প্রয়োজন শুধু ট্যাঁকের জোর। সবমিলিয়ে খরচ ১ লক্ষ ৩০ হাজার টাকা।

কোভিড (Covid 19) মহামারীর মধ্যেই এই অভিনব ট্যুর প্যাকেজ চালু করেছে দুবাইয়ের ট্রাভেল এজেন্সি ‘আরবিয়ান নাইটস ট্যুরস’। দিল্লি থেকে মস্কো। প্রতি সপ্তাহে ছাড়ছে দু’টি বিমান। মোট ২৩ রাতের প্যাকেজ। খাওয়া-দাওয়া, ঘোরা ফেরা। তালিকায় থাকছে (রাশিয়ার Russia) উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান। উপরি পাওনা স্পুটনিক-ভি। মস্কোতে অবতরণের পরদিনই মিলবে একটি ডোজ। ২১ দিনের মাথায় দ্বিতীয়। ২৩তম রাতে দিল্লির পথে যাত্রা শুরু। ইতিমধ্যেই দুর্দান্ত সাড়া পাচ্ছে এই ‘ভ্যাকসিন-ভ্রমণ’ প্যাকেজ। প্রতিষেধক নিতে মস্কো ছুটছেন বহু ভারতীয়। ফলে প্যাকেজ চালু করার অল্প কয়েকদিনের মধ্যেই টিকিট শেষ। দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মস্কো ভ্রমণের হিড়িক তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে এখন অতিরিক্ত চার্টার্ড বিমান চালু করার কথা ভাবছে ট্রাভেল সংস্থাটি।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কাবু ভারত। ভ্যাকসিনের অভাবে শম্বুকগতি টিকাকরণ কর্মসূচির। চাহিদামতো কোভিশিল্ড, কোভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নেই। রাশিয়ার স্পুটনিক-ভি’র কিছু ডোজ ভারতে এলেও, তা জনসংখ্যার নিরিখে অত্যন্ত সীমিত। এই টিকা সঙ্কটের কথা মাথায় রেখে ‘ভ্যাকসিন ভ্রমণ’-এর মতো অভিনব উদ্যোগ গ্রহণ করে ‘আরবিয়ান নাইটস ট্যুরস। সংস্থার জেনারেল ডিরেক্টর ক্রিস্টিনা অ্যাভেটিসিয়ান বলেছেন, ‘মস্কোতে পর্যটকদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তেমন কোনও হ্যাপা নেই। ল্যান্ড করার পরদিনই একটি শপিং মলে যেতে হবে। সেখানে পাসপোর্ট দেখিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপরই মিলবে ভ্যাকসিন।’ তবে ট্যুর প্যাকেজটির ভবিষ্যৎ নিয়ে খানিক চিন্তায় ক্রিস্টিনা। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভারত থেকে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে বিভিন্ন দেশ। গতকাল মস্কোতে দু’জনের কোভিড পজিটিভ ধরা পড়েছে। পরীক্ষায় মিলেছে ভারতীয় স্ট্রেইন। ফলে পরবর্তী সময়ে কী হবে তা সংস্থার হাতে নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen