মালয়শিয়ায় রাজনেতা, থিঙ্ক ট্যাংকদের সঙ্গে আলোচনায় অভিষেক

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৭:০০: বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সংসদীয় দল তাঁদের শেষ গন্তব্য মালয়শিয়ায় রয়েছে।
প্রাথমিকভাবে, অভিষেকরা বৈঠক করেন মালয়শিয়ার ক্ষমতাসীন জোটের অন্যতম সদস্য রাজনৈতিক দল পিপলস জাস্টিস পার্টি বা পার্টি কেয়াডিলান রাকইয়াতের (Parti Keadilan Rakyat) প্রতিনিধিদের সঙ্গে। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের পক্ষে বৈঠক হয় ভারতীয় সাংসদ এবং ইন্দোনেশিয় রাজনেতাদের মধ্যে।

তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মিটিং হয় মালয়শিয়ার শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাংক এবং শিক্ষাবিদদের সঙ্গে, কাউন্টার টেরোরিজম এবং সারা বিশ্বে গণতান্ত্রিক পরিকাঠামো বজায় রাখার স্বার্থে।

অতঃপর একই বিষয়ে আলোচনা হয় মালয়শিয়ান ইন্ডিয়ান কংগ্রেসের সঙ্গে। তারপর প্রতিনিধিদল মালয়শিয়ার সংসদের স্পিকার মাননীয় ডঃ জোহারি বিন আব্দুলের সঙ্গে দেখা করেন। বিদেশ বিষয়ক সংসদীয় স্পেশ্যাল কমিটির সঙ্গেও বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি সাংসদরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংসদীয় দলের বাকি সদস্যরা বুঝিয়ে দিচ্ছেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারত এক, ঐক্যবদ্ধ। ভারতকে ধ্বংস করার ক্ষমতা যে কারোর নেই, তা দেশে দেশে রটিয়ে দিচ্ছেন সাংসদরা।