বারাসাতে অভিষেক, ভোটার তালিকায় নাম তোলার আবেদনের শেষ দিন, মেয়েদের IPL, আজ নজর কোন কোন খবরে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২০: আজ উত্তর ২৪ পরগনায় অভিষেক
‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে জেলা সফর শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার, সপ্তাহের প্রথম দিনেই উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতে কর্মসূচি রয়েছে তাঁর। বিধানসভা আসনের নিরিখে বাংলার বৃহত্তম জেলা উত্তর ২৪ পরগনা, যা বিগত কয়েকটি ভোটে তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে বারাসতের রাজনৈতিক কর্মসূচি থেকে কী বার্তা দেন তৃণমূলের সেনাপতি, সেদিকে নজর থাকবে।
SIR সংক্রান্ত আবেদন, আপত্তির মেয়াদ শেষ হচ্ছে আজ
বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ভোটারদের শুনানি চলছে। অন্য দিকে, খসড়া তালিকা নিয়ে অভিযোগ ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ১৫ জানুয়ারি ছিল সময়সীমা, সেই মেয়াদ চারদিন বৃদ্ধি করেছিল কমিশন। আজ, সোমবার সময়সীমা শেষ হচ্ছে।
WPL-এ মুখোমুখি বেঙ্গালুরু-গুজরাত
আজ WPL মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু-গুজরাত। স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেন স্বপ্নের ফর্মে রয়েছে। চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতেছে স্মৃতিরা। আজ জিতলেই প্লে-অফ নিশ্চিত! খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
কমছে শীত?
শীত কি বিদায়ের পথে? হাড় কাঁপানো ঠান্ডা কার্যত উধাও। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। আগামী শুক্রবার সরস্বতী পুজো। ততদিনে ঠান্ডা কমবে বলেই মত হাওয়া অফিসের।