‘সেবাশ্রয়’ শিবিরে অভিষেক, কমছে শীত, মেয়েদের IPL-এ জেমি বনাম হরমনপ্রীত, আজ নজর কোন কোন খবরে?

January 20, 2026 | 2 min read

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১০: সেবাশ্রয় শিবির পরিদর্শনে অভিষেক
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে চলছে ‘সেবাশ্রয় ২’। আজ ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই নিজের লোকসভা কেন্দ্রের বাকি ছ’টি বিধানসভা কেন্দ্রে স্বাস্থ্য শিবির পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক। আজ ডায়মন্ড হারবারে যাবেন তিনি। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

সরস্বতী পুজোয় শীত কি থাকবে?
শুক্রবার সরস্বতী পুজো। তার আগে কমছে শীত। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে পারদ চড়বে। সপ্তাহখানেক তাপমাত্রার বড় কোনও বদল হবে না। আগামী সাত দিনে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা একই রকম থাকবে।

WPL-এ হরমন বনাম জেমি
আজ, মেয়েদের আইপিএলে মুখোমুখি হচ্ছে হরমনপ্রীত কৌর ও জেমা‌ইমা রদ্রিগেজ। মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে রয়েছে জেমাইমার দিল্লি। অন্যদিকে, পাঁচটি ম্যাচ খেলে মাত্র দু’টি জিতেছে হরমনরা। আজ খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

BJP সর্বভারতীয় সভাপতি পদে নীতিন নবীনের শপথ
অবশেষে নাড্ডা আমলের ইতি! বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নীতিন নবীন। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ শপথ নেবেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।

T-20 WorldCup ঘিরে জট
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) নিয়ে পরিস্থিতি যেন ক্রমশ জটিল হয়ে পড়ছে। বাংলাদেশের খেলা ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়ছে। আইসিসি সাফ জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ মেনে শ্রীলঙ্কায় খেলার আয়োজন সম্ভব নয়। গ্রুপ বদলের অনুরোধও খারিজ হয়ে গিয়েছে। বুধবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত জানাতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। আসরে নেমেছে পাকিস্তান। বাংলাদেশের অনুরোধ না-মানলে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না, এমন দাবি করেছে পাক ক্রিকেট প্রশাসকরা। জট আদৌ খোলে না-কি আরও পেঁচিয়ে যায়, সে সংক্রান্ত খবরে নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen