ফেব্রুয়ারিতেই অভিষেকের নবজোয়ার 2.0?

অভিষেক তাঁর চোখের অস্ত্রোপচার সেরে ফিরেছেন। বাড়ির পুজোতেও অংশ নিয়েছেন।

November 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিষেক তাঁর চোখের অস্ত্রোপচার সেরে ফিরেছেন। বাড়ির পুজোতেও অংশ নিয়েছেন। আপাতত কিছু বিধিনিষেধের মধ্যে থাকছেন তিনি। তৃণমূলের অন্দরের খবর, নবজোয়ার যাত্রার দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের কবে পথে নামবেন? চূড়ান্ত দিনক্ষণ জানা না গেলেও সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি থেকে তিনি রাজ্য সফর শুরু করবেন।

বাংলার জেলায় জেলায় সফর করবেন। সভা করবেন অভিষেক। এবারও উত্তরবঙ্গ থেকে শুরু হবে তাঁর যাত্রাপথ। নবজোয়ারের প্রথম পর্যায়ে বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। নির্বাচনেও তার ইতিবাচক প্রভাব ছিল। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, কেন্দ্রীয় সরকারের বৈষম্য এবং রাজ্যে বিরোধীদের চক্রান্তমূলক কুৎসা, এই তিনটি বিষয়কে সামনে রেখে পরবর্তী অভিযানের রণকৌশল সাজাতে পারেন অভিষেক।

নভেম্বর থেকে জানুয়ারি, তিনমাসে সংগঠনের বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হতে পারে তৃণমূলে। ছাত্র, যুব-সহ কয়েকটি শাখা সংগঠন এবং গণসংগঠনের কাজের মূল‌্যায়নও শুরু হয়েছে। সাংগঠনিক রদবদলেও অভিষেক সক্রিয় ভূমিকা নিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বেশ কিছু কর্মসূচি নতুন বছরে ঘোষিত হবে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen