দেশে ফিরতেই সোনালির খোঁজ নিলেন অভিষেক, শীঘ্রই করবেন সাক্ষাৎ

December 6, 2025 | 2 min read
Published by: Proteem Basak


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: দীর্ঘ আইনি টানাপড়েন ও প্রশাসনিক লড়াইয়ের শেষে অবশেষে দেশে ফিরেছেন সোনালি বিবি (Sonali Bibi)। শুক্রবার রাতে আট বছরের সন্তান-সহ সোনালির ভারতে পা রাখার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই তিনি সোনালির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সোনালির এই ফিরে আসাকে ‘বাংলার জয়’ হিসেবেই দেখছেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, সোনালির এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে, বাংলা দিল্লির ‘জমিদার’দের অত্যাচারের কাছে মাথা নত করতে রাজি নয়। দিন কয়েকের মধ্যেই তিনি সোনালির সঙ্গে দেখা করে তাঁর দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতার কথা শুনতে চান।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি বাংলার জয়। আমরা বাংলার জনগণের বিরুদ্ধে দিল্লির জমিদারদের অত্যাচারের কাছে মাথা নত করিনি। বাংলা বিরোধী বিজেপি আরও অনেক বাঙালিকে বেআইনিভাবে ফেরত পাঠিয়েছে। তাঁদেরও ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

গত ২৬ জুন, ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র যাচাই না করেই দিল্লি পুলিশ সোনালি সহ দুই পরিবারের ছয় সদস্যকে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করে বলে অভিযোগ ওঠে। দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ মালদহের মহদিপুর সীমান্তে বিজিবি (BGB) সোনালি ও তাঁর আট বছরের সন্তান সাবিরকে বিএসএফের (BSF) হাতে তুলে দেয়। সন্তানসম্ভবা সোনালি ও তাঁর শিশুকে প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তাঁদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে।

সোনালি ও সাবির ফিরলেও, সেই রাতে জোর করে বাংলাদেশে পাঠানো বাকি চারজন সদস্য এখনও নিখোঁজ। তাঁরা কোথায় আছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, বাকি নিখোঁজ সদস্যদের দেশে ফিরিয়ে আনার জন্য আইনি ও রাজনৈতিক লড়াই জারি থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen