পুরুলিয়ায় অভিষেকের কর্মসূচি, সরস্বতী পুজোর আগে শীতের পরিস্থিতি, কিউইদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারত, আজ নজর কোন কোন খবরে?

January 21, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০:

পুরুলিয়ায় অভিষেক
শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জেলা সফর। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে পুরুলিয়ায়। পুরুলিয়ায় কী বার্তা দেন তৃণমূলের সেনাপতি। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

সরস্বতী পুজোর আগে উধাও শীত?
হাড় কাঁপানো ঠান্ডা কার্যত উধাও শহরের বুক থেকে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। দক্ষিণে তাপমমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ
আজ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যেই একদিনের সিরিজে হেরে গিয়েছে ভারত। ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। সূর্যকুমার যাদবেরা কি পারবেন হারের বদলা নিতে? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে এবং জিয়োহটস্টার অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

WPL-এ ইউপি বনাম গুজরাত
আজ, বুধবার বডোদরায় মুখোমুখি হবে ইউপি ও গুজরাত। দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট করে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে। ইতিমধ্যেই মেয়েদের আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে বেঙ্গালুরু।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বিতর্ক
আসন্ন ICC T20 World Cup-এ কি বাংলাদেশ অংশগ্রহণ করবে? বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC, বাংলাদেশকে ২১ জানুয়ারির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছিল। আজ, বুধবার তা জানানোর শেষ দিন। বাংলাদেশ অনড় থাকবে না-কি ভারতে আসবে বিশ্বকাপ খেলতে, তা জানা যাবে আজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen