বক্তৃতা থামিয়ে অসুস্থ বৃদ্ধার দ্রুত চিকিৎসা, চাপড়ার সভায় মানবিকতার নজির গড়লেন অভিষেক

January 18, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: রাজনীতি নয়, সবার আগে আগে মানুষ। তারজন্য প্রয়োজন মানবিকতা। অসুস্থ বৃদ্ধার ত্রাতার ভূমিকায় দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মানবিকতার নজির গড়লেন তিনি। রবিবার নদীয়ার চাপড়ায় অভিষেকের জনসভায় ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। এই দৃশ্য তাঁর চোখে পড়তেই নিজের বক্তৃতা থামিয়ে দেন তিনি। চিকিৎসার জন্য প্রয়োজনে নিজের গাড়িতে বসানোর নির্দেশ দেন, এবং দ্রুত ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করেন তৃণমূল সেনাপতি।

এদিন নদীয়া র চাপড়ায় ছিল অভিষেকের রোড শো। রোড শো শেষে তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় প্রবল ভিড়ের চাপে এক বয়স্ক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঞ্চ থেকে বিষয়টি নজরে আসতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিষেক। মুহূর্তের মধ্যে তিনি বক্তৃতা থামিয়ে মাইক হাতেই ওই বৃদ্ধাকে সুস্থ করার জন্য তৎপর হয়ে ওঠেন।

মঞ্চ থেকেই দলীয় কর্মীদের তিনি নির্দেশ দেন ভিড় সরিয়ে ওই বৃদ্ধাকে হাওয়ায় নিয়ে আসার জন্য। তিনি বলেন, “একজন বয়স্ক মহিলা আছে, সামনে আসতে দাও। উনাকে জল দাও।” তাৎক্ষনিকভাবে হাতের কাছে জল না পাওয়ায় নিজের জলের বোতলটি এগিয়ে দিয়ে তিনি বলেন, “আমার জলের বোতলটা দাও। আমার জলের বোতল দাও তাড়াতাড়ি। মুখে জল দে, মুখে জল দে।”

শুধু জল দেওয়াই নয়, ওই বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি দেখে অভিষেক দ্রুত অ্যাম্বুলেন্সের ডাক্তার ডাকার নির্দেশ দেন। ভিড় সরিয়ে জায়গা করার জন্য তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “উনাকে সরিয়ে নিয়ে আসো, আস্তে আস্তে। সবাই শান্ত থাকো। ভাইয়েরা একটু জায়গা করে দাও, এখানে একটু বার করে কোথাও একটা বসানোর জায়গা কর।”

পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, ওই বৃদ্ধার বসার জায়গা না পাওয়া গেলে অভিষেক তাঁকে নিজের গাড়িতে বসানোর নির্দেশ দেন। মাইকে তাঁকে বলতে শোনা যায়, “তাড়াতাড়ি এদিকে নিয়ে এসো, কোথাও একটু বসার জায়গা করো তাড়াতাড়ি। আর না থাকলে আমার গাড়ির ভিতরে বসাও। আমার গাড়ির ভিতরে নিয়ে এসে বসাও।”

তৃণমূলের সাধারণ সম্পাদকের এই মানবদরদী রূপ দেখে উপস্থিত জনতা আবেগপ্লুত হয়ে পড়েন। নেতার নির্দেশে দ্রুত ভিড় সরে গিয়ে অ্যাম্বুলেন্সের ডাক্তারের আসার পথ করে দেওয়া হয়। অভিষেকের এই ভূমিকার প্রশংসা করে মুহূর্তেই জয়ের ধ্বনি ও স্লোগান দিতে শুরু করেন উপস্থিত সমর্থকরা।

কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং ডাক্তার ওই বৃদ্ধার চিকিৎসা শুরু করলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিষেক। তিনি জনতাকে আশ্বস্ত করে বলেন, “ডাক্তার এসেছে, ঠিক আছে উনি।” রাজনীতির ময়দানে দাঁড়িয়েও এক ফোঁটাও কমেনি একজন সাধারণ মানুষের প্রতি অভিষেকের এই সংবেদনশীলতা। সেই সঙ্গে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আবারও প্রমাণ করল, তাঁর কাছে রাজনীতির চেয়ে মানুষের প্রাণ অনেক বেশি মূল্যবান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen