কমনওয়েলথ গেমসে সোনা পেয়ে ভারতকে ষষ্ঠ পদক এনে দিলেন হাওড়ার অচিন্ত্য
৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় অচিন্ত্য তুললেন ১৩৭ কিলো।
August 1, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রথম বাঙালি হিসেবে সোনা জিতে ভারতকে ষষ্ঠ পদক এনে দিলেন অচিন্ত্য শিউলির ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে সোনা জিতলেন অচিন্ত্য। গেমস রেকর্ডও গড়লেন তিনি।
৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় অচিন্ত্য তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য।
ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। মোট ৩১৩ কিলো তুলে গেমস রেকর্ড গড়েন অচিন্ত্য।