দিতিপ্রিয়া চিরদিনের মত ছাড়ল “চিরদিনই তুমি যে আমার” সিরিয়াল

November 24, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অস্থিরতার অবসান হল অবশেষে। বহু টালবাহানা, দফায় দফায় বৈঠক, মীমাংসার চেষ্টার পরও শেষরক্ষা হল না। ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সোমবার নিয়ম মেনে লিখিত ‘এনওসি’ জমা দিয়ে তাঁর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান তিনি। নায়ক-নায়িকার বিবাদ এত দূর গড়াবে, তা কেউ ভাবতে পারেননি।

জীতু কমল ও দিতিপ্রিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরেই মতবিরোধ চলছিল। সেই মতভেদ কখনও বেড়েছে, কখনও কমেছে— কিন্তু স্থায়ী সমাধান হয়নি। শুটিং ফ্লোরে সৃষ্টি হয়েছিল উত্তেজনা। চ্যানেল, প্রযোজনা সংস্থা একাধিকবার আলোচনায় বসে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করেছে; তবুও কোনও পক্ষই স্থায়ী সমাধান খুঁজে পায়নি।

ফোরামের কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার পর্যন্তও তাঁরা আশা করেছিলেন দিতিপ্রিয়া হয়তো নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন। “রবিবারেও যখন দিতিপ্রিয়া তাঁর সিদ্ধান্তের কথা জানাননি, তখনও আশা করেছিলাম ইতিবাচক কিছু হলেও হতে পারে।” কিন্তু বাস্তবে সেটা হয়নি। সোমবার দিতিপ্রিয়া ইন্ডাস্ট্রির নিয়ম মেনে লিখিতভাবে অনাপত্তিপত্র জমা দেন এবং ধারাবাহিক ছাড়ার কথা জানান। ফোরামের চিঠিতে উল্লেখ রয়েছে— যেহেতু দিতিপ্রিয়া রায়ের সঙ্গে প্রযোজনা সংস্থার কোনও লিখিত চুক্তি ছিল না, তাই প্রচলিত নিয়ম অনুযায়ী দুই মাসের নোটিস পিরিয়ড দেওয়ার কথা। তবে দিতিপ্রিয়ার অনুরোধের ভিত্তিতে সেই সময়সীমা কমিয়ে ১৫ দিনের নোটিস পিরিয়ড অনুমোদন করা হয়েছে।

 

ঠিক কী কারণে ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া— সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সর্বত্র। ফোরামের কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নায়ক-নায়িকার মনোমালিন্য প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে জীতুর অনুরাগীদের একাংশ দিতিপ্রিয়াকে লাগাতার কটাক্ষে বিদ্ধ করছিল। ব্যক্তিগত আক্রমণ, কুরুচিকর মন্তব্য— সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন নায়িকা। দীর্ঘদিন ধরে সেই পরিস্থিতি বহন করে তাঁর পক্ষে আর অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণেই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

এসভিএফ প্রযোজিত এই ধারাবাহিক দিয়ে বহুদিন পরে ছোটপর্দায় একসঙ্গে ফিরেছিলেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। শুরুতে তাঁদের রসায়ন নিয়ে নানা আলোচনা থাকলেও, ধারাবাহিক শুরু হতেই দর্শকের ভালবাসায় তা স্তিমিত হয়ে যায়। দ্রুতই ‘চিরদিনই তুমি যে আমার’ জনপ্রিয় হয়ে ওঠে এবং জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের মনে জায়গা করে নেয়। ঠিক সেই জায়গাতেই ঘটল বড় ছন্দপতন। দিতিপ্রিয়ার প্রস্থান ধারাবাহিকের গতিপথে যে বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।

এখন সবার নজর সিরিয়ালের ভবিষ্যতের দিকে। দিতিপ্রিয়া ছাড়া ধারাবাহিক কোন পথে এগোয়, গল্প কীভাবে ঘুরে দাঁড়ায়— তা জানার অপেক্ষায় টেলিপাড়া ও দর্শক। তবে আর্টিস্ট ফোরাম স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধারাবাহিক বন্ধ হওয়া কোনও সমাধান নয়, কারণ এর সঙ্গে বহু মানুষের ভবিষ্যৎ জড়িয়ে। তাই শুটিং চলতেই হবে— এই বার্তাই দিয়েছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen