আত্মহত্যাই করেছেন অভিনেত্রী পল্লবী দে, ইঙ্গিত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে

ইতিমধ্যেই তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিককে ডেকে জিজ্ঞাসাবাদ করছে গরফা থানা পুলিস

May 15, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ পল্লবীর ফেসবুক পেজ

টলি অভিনেত্রী পল্লবী দে আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই ইঙ্গিত মিলেছে। রিপোর্ট বলছে, পল্লবীর শরীরে কোনও চোট-আঘাত কিংবা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

গড়ফা থানা এলাকায় এক ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে থাকতেন অভিনেত্রী পল্লবী। ২৭ এপ্রিল ওই বাড়ি ভাড়া নেন বলে জানান ফ্ল্যাটের মালিক। রবিবার সকালে সিগারেট খেতে ফ্ল্যাটের বাইরে গিয়েছিলেন পল্লবীর পার্টনার৷ বাড়ি ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ৷ পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান৷ ওই বাড়ি থেকেই পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

তাঁর রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ইতিমধ্যেই তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিককে ডেকে জিজ্ঞাসাবাদ করছে গরফা থানা পুলিস। অন্যদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাওড়ার সাঁতরাগাছি থেকে গড়ফা থানায় চলে আসে বাবা, মা ও ভাই৷ যদিও প্রথম থেকেই অভিনেত্রীর বাবার দাবি ছিল, এটা খুন৷ আত্মহত্যা নয়৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen