অযথা বিতর্ক সৃষ্টি করছেন রাজ্যপাল: অধীর
এতে ঐতিহ্য, পরম্পরা নষ্ট হয়।
Authored By:

রাজ্যপাল (Governor) অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছেন। এসব করে আপনি খবরের শিরোনামে থাকতে চাইছেন। এটা ঠিক নয়। এতে ঐতিহ্য, পরম্পরা নষ্ট হয়। বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এভাবেই রাজ্যপালকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, রাজ্যপাল বলছেন সরকারের লিখে দেওয়া বক্তব্য তিনি পড়বেন না। বলছেন, সংবিধানে লেখা নেই। সংবিধানে সব কিছু লেখা থাকে না। দেশে আপনি একমাত্র রাজ্যপাল নন। কখনও আপনি নিজের প্রয়োজনে প্রথা মানবেন। আবার কখনও মানবেন না। এটা হতে পারে না। রাজ্য সরকার যা বলছে সেটা প্রথা মেনে পড়া উচিত।
বিজেপির রাজ্য কমিটির এক সদস্য বহরমপুরে অধীর চৌধুরির হাত থেকে পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দিলেন।