VAR বিতর্কে উত্তাল AFCON ফাইনাল, অতিরিক্ত সময়ে মরক্কোকে হারাল সেনেগাল

January 19, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনাল যেন এক নাটকীয় গল্পের নাম। নির্ধারিত সময়ের শেষে স্কোরলাইন ছিল ০-০। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই ম্যাচ ঢুকে পড়ে চরম বিশৃঙ্খলার মধ্যে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। ভিএআর সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের ফুটবলাররা হঠাৎ করেই মাঠ ছাড়েন, নির্দেশ দেন কোচ পাপে থিয়াও।

মাঠের ভিতরে তুমুল তর্ক, গ্যালারিতে উল্লাস সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকে। এই সময় সেনেগালের তারকা সাদিও মানে ড্রেসিংরুমে গিয়ে সতীর্থদের ফেরাতে উদ্যোগ নেন। শেষ পর্যন্ত মাঠে ফেরে সেনেগাল। কিন্তু নাটক তখনও বাকি। মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি নিতে গিয়ে ব্যর্থ হন। তাঁর প্যানেঙ্কা শট সহজেই রুখে দেন গোলকিপার এদুয়ার মেন্ডি। সেই মুহূর্তে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শকরা, কয়েকজন সমর্থক মাঠে ঢোকার চেষ্টা করেন, হস্তক্ষেপ করতে হয় পুলিশদের।

অতিরিক্ত সময়ে খেলার মোড় ঘুরিয়ে দেন সেনেগালের পাপে গুয়ে। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শটেই ১-০ গোলে এগিয়ে যায় সেনেগাল, যা শেষ পর্যন্ত জয় এনে দেয়। পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বার আফ্রিকার সেরা হয় তেরাঙ্গা লায়নসরা।

তবে ম্যাচের পর বিতর্ক থামেনি। মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই সেনেগাল কোচের মাঠ ছাড়ার সিদ্ধান্তের সমালোচনা করেন এবং পুরো ম্যাচকে “আফ্রিকার জন্য লজ্জাজনক” বলে মন্তব্য করেন। সব মিলিয়ে, এই ফাইনাল শুধু ট্রফির লড়াই নয়, ইতিহাসে থেকে গেল এক বিশৃঙ্খল ও বিতর্কিত রাত হিসেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen