৩ মাস তদন্ত চলার পর জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে চার্জশিট পেশ করল তদন্তকারী দল, পাকিস্তানে চরবৃত্তির প্রমাণ মিলেছে!
জ্যোতি মলহোত্রা ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ৩ মাস তদন্ত চলার পর অবশেষে চার্জশিট পেশ করল তদন্তকারী দল। পুলিশের দাবি, ২৫০০ পাতার এই চার্জশিটে এমন একাধিক তথ্য প্রমাণের কথা তুলে ধরা হয়েছে যা প্রমাণ করে জ্যোতি পাকিস্তানের চর হিসেবে কাজ করতেন।
জ্যোতি মলহোত্রা ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। চলতি বছরের মে মাসে হরিয়ানার হিসার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, পাকিস্তান হাই-কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। শুধু তাই নয়, একাধিকবার পাকিস্তানও গেছিলেন।
পহেলগাম হামলা (Pahalgam Attack) ও সিঁদুর অভিযানের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে দানিশকে দেশ ছাড়তে নির্দেশ দেয় ভারত। পুলিশি তদন্তে উঠে এসেছে, তাঁর সঙ্গেই দেশের নানা তথ্য শেয়ার করেছিলেন জ্যোতি। পাশাপাশি চার্জশিটে আরও উল্লেখ রয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) একাধিক এজেন্টের সঙ্গেও যোগাযোগ রাখতেন।
চার্জশিটে এটাও দাবি করা হয়েছে যে, দিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত দানিশ আলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন জ্যোতি। তাঁদের দু’জনের কথোপকথনের তথ্যও পুলিশের হাতে এসেছে। শুধু দানিশ নয়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট শাকির, হাসান আলি এবং নাসির ধিঁলোর সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির। নাসিরের সঙ্গে জ্যোতির কথোপকথনের তথ্যও উদ্ধার করেছে পুলিশ। জ্যোতির ঘন ঘন বিদেশযাত্রা নিয়েও চার্জশিটে সন্দেহ প্রকাশ করা হয়েছে।