বাংলাদেশে পুশব্যাক থেকে আদালত, দীর্ঘ লড়াই শেষে অবশেষে ঘরে ফিরলেন সোনালি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৪০: অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও আইনি জটিলতার অবসান। সীমান্তের কাঁটাতার পেরিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজ দেশে ফিরলেন সোনালি খাতুন Sonali (Khatun)। এদিন বিকেলে মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সঙ্গে ছিল তাঁর নাবালক পুত্র। বীরভূমের লাভপুরের বাসিন্দা সোনালির এই প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবার।
প্রশাসনিক সূত্রে খবর, গত ১ ডিসেম্বর বাংলাদেশের আদালত সোনালির জামিনের আবেদন মঞ্জুর করে। এরপরই তাঁর দেশে ফেরার পথ প্রশস্ত হয়। এর আগে অন্তঃসত্ত্বা সোনালিকে জোর করে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। মামলা গড়ায় ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রীয় সরকারকে (Central Government) কড়া নির্দেশ দিয়েছিল সোনালি ও তাঁর পরিবারকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য। সেই নির্দেশের মেনেই শুক্রবার যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি ভারতীয় ভূখণ্ডে পা রাখেন।
সোনালির এই প্রত্যাবর্তনকে সাধারণ মানুষের জয় হিসেবেই দেখছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম (Samirul Islam) এদিন বলেন, ‘অবশেষে, বাংলা-বিরোধী জমিদারদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর, সোনালি খাতুন এবং তাঁর নাবালক পুত্র ভারতে ফিরে এসেছেন। এই দিনটি দরিদ্র বাঙালিদের উপর নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণ করা হবে।’
বাংলা পিছিয়ে যায়নি। সোনালির ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল। দলের X হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়, “বিজেপির বাংলা-বিরোধী রাজনীতি তাঁকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে ‘বহিরাগত’ আখ্যা দিতে চেয়েছিল। কিন্তু আমরা সেই অপমান মেনে নিইনি। আদালত থেকে রাস্তায়, আমাদের সম্মিলিত কণ্ঠস্বর লড়াই চালিয়ে গিয়েছে। আর আজ তিনি ফিরে আসছেন সেই দেশে, যা তাঁর ন্যায্য অধিকার।”
উল্লেখ্য, এখনও সোনালির স্বামী দানিশ শেখ, সুইটি বিবি ও তাঁর দুই নাবালক সন্তান বাংলাদেশে রয়েছেন। পরিবারের এই চার জনকেও দ্রুত ফিরিয়ে আনার দাবি তুলেছে তৃণমূল। গত বুধবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে জানায়, তাঁদের দেশে ফেরানোর পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। একই সঙ্গে ভারতের নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত।
As Sonali Khatun walks back into India today, Bengal’s long struggle finds its justice.
The @BJP4India’s Bangla-birodhi politics tried to brand her an outsider for speaking Bengali, but we refused to accept that insult. From the courts to the streets, our collective voice kept… pic.twitter.com/pfE2APvX58
— All India Trinamool Congress (@AITCofficial) December 5, 2025
শুক্রবার তৃণমূলের X হ্যান্ডেল থেকে আরও জানানো হয় যে, “ছয় দীর্ঘ মাস পর অবশেষে ন্যায়বিচারের জয়! বাংলার এক নারী, সোনালি খাতুন, বাংলা-বিরোধী মানসিকতার কারণে নিজের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। টানা ছয় মাস তাঁকে সীমান্তের ওপারে বেঁচে থাকতে হয়েছে। আজ সোনালির দেশে ফেরা যেন এক ভুলের সংশোধন। শশী পাঁজা (Shashi Panja) স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলা চুপ করে থাকেনি। এই ছয় মাস ধরে আমাদের কণ্ঠস্বর দৃঢ় থেকেছে, আর সেই দৃঢ়তাই তাঁকে ঘরে ফিরিয়ে এনেছে।”
After six long months, justice has finally won!
A Bengali woman, Sonali Khatun, was pushed out of her own country under a Bangla-birodhi mindset, and for half a year she was forced to survive on the other side of the border. Today, as Sonali returns, it feels like a wrong… pic.twitter.com/y7szsQm3Q2
— All India Trinamool Congress (@AITCofficial) December 5, 2025