বাংলা, তামিলনাড়ুর পর SIR-র বিরুদ্ধে সুপ্রিম দরবারে কেরল সরকার

November 18, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৩: SIR-র কাজ পিছিয়ে দেওয়ার আর্জিতে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল কেরল সরকার। আগামী মাসে কেরলে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন। সেই ভোটপর্ব পর্যন্ত যাতে SIR প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছে কেরল সরকার।

৯ এবং ১১ ডিসেম্বর পুর ও পঞ্চায়েত ভোট রয়েছে কেরলে। গণনা হবে ১২ ডিসেম্বর। নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে ১৮ ডিসেম্বর। কেরল সরকারের অভিযোগ, SIR-র কাজ ও নির্বাচন উভয়ই একসঙ্গে চললে প্রশাসনিক জটিলতা তৈরি হবে। নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত SIR-র কাজ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে কেরল সরকার।

কেরল সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, পুর এবং পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য ৬৮ হাজার নিরাপত্তাকর্মী ও ১ লক্ষ ৭৬ হাজার কর্মী প্রয়োজন। SIR-র কাজের জন্যও বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হচ্ছে। দু’টি প্রক্রিয়া একসঙ্গে চললে প্রশাসনের উপর চাপ তৈরি হবে। প্রশাসনিক কাজকর্মে অচলাবস্থা তৈরি হবে বলে মনে করছে রাজ্য সরকার। SIR প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য গত ৫ নভেম্বর তারা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছিল। চিঠির কোনও জবাব আসেনি বলে জানা গিয়েছে।
SIR প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে বাংলা এবং তামিলনাড়ু সরকার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন পিছিয়ে দেওয়ার আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা করল কেরল সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen