কংগ্রেসের পর এবার সিপিআই’কে নোটিশ পাঠাল আয়কর দপ্তর
লোকসভা ভোটের আগে কংগ্রেসের মতো তিনিও বিজেপির বিরুদ্ধে আয়কর দপ্তরের অপব্যবহারের অভিযোগ এনেছেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কংগ্রেস তো আগেই পেয়েছিল আয়কর দপ্তরের নোটিশ। এবার নোটিশ পেল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই)। লোকসভা ভোটের মুখে ১১ কোটি টাকার আয়কর নোটিস পেল এই বামদলটিও।
গত কয়েক বছরে রিটার্ন ফাইলের সময় সিপিআই পুরনো প্যান কার্ড ব্যবহার করেছ বলে অভিযোগ তোলা হয়েছে। এজন্য জরিমানা ও সুদ বাবদ তাদের ১১ কোটি টাকা জমা করতে বলা হয়েছে।
এরই মধ্যে আবার তৃণমূল নেতা সাকেত গোখলে দাবি করেছেন, গত ৭২ ঘণ্টায় তাঁর কাছে আয়কর দপ্তরের ১১টি নোটিস এসেছে। লোকসভা ভোটের আগে কংগ্রেসের মতো তিনিও বিজেপির বিরুদ্ধে আয়কর দপ্তরের অপব্যবহারের অভিযোগ এনেছেন।