দেবের পর এবার সৌমিতৃষা! SIR-র শুনানিতে তলব অভিনেত্রীকে

January 16, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৪: দেবের পর SIR গেঁড়োয় এবার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এসআইআর (SIR)-এর শুনানিতে ডাক পেলেন তিনিও। সমস্ত নথি সঠিক জমা দেওয়া সত্ত্বেও বাবার নামের বানান ভুল থাকায় তাঁকে তলব করা হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। চার দিন আগেই তাঁর কাছে এই নোটিস এসে পৌঁছেছে।

সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও নিজের নাগরিকত্ব প্রমাণ বা তথ্যের গরমিল ঠিক করতে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী। তাঁর দাবি, তাঁর বা তাঁর পরিবারের সমস্ত নথিপত্রে কোথাও কোনও ভুল নেই। অথচ নির্বাচন কমিশনের কাছে থাকা নথিতে তাঁর বাবার নামের বানান ভুল দেখাচ্ছে। দপ্তরের ভুলের মাশুল তাঁকেই দিতে হচ্ছে বলে অভিযোগ সৌমিতৃষার।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, ‘‘খুবই অপরিকল্পিত একটা বিষয়। সবথেকে বড় কথা, নিয়মও মাঝেমধ্যেই পাল্টে যাচ্ছে। কখনও বলছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, কখনও বলছে লাগবে না। সমস্যাটা ওদের ওখানকার, অথচ যেতে হচ্ছে আমাকেই।’’

নিজের সমস্যার থেকেও অভিনেত্রী বেশি চিন্তিত সমাজের বয়স্ক এবং খেটে খাওয়া মানুষদের কথা ভেবে। তিনি বলেন, ‘‘অত্যন্ত হতাশাজনক বিষয়। আমি না হয় এই প্রজন্মের, আমার গাড়ি আছে তাই এত দূর ট্রাভেল করে যেতে পারছি। কিন্তু ভাবছি সেইসব বৃদ্ধ-বৃদ্ধাদের কথা, যাঁদের সেই সামর্থ্য বা শারীরিক ক্ষমতা নেই। সবাই তো সরকারকে ট্যাক্স দেয়। তাহলে কেন বয়স্কদের জন্য বাড়িতে লোক পাঠানো হবে না?’’

দিনমজুরদের দুর্দশার কথা উল্লেখ করে সৌমিতৃষা আরও বলেন, ‘‘এমন অনেক মানুষ আছেন যাঁরা দিন প্রতি টাকা উপার্জন করেন। এই কাজে তাঁদের একটা গোটা দিন নষ্ট হওয়া মানে অনেক বড় ক্ষতি। গণতান্ত্রিক দেশে এমনটা কেন হবে?’’

গোটা প্রক্রিয়ার মধ্যে যে অব্যবস্থা ও আতঙ্ক লুকিয়ে আছে, তা নিজের অভিজ্ঞতা দিয়ে অনুভব করেছেন অভিনেত্রী। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘‘খারাপ লাগছে সিস্টেমটা নিয়ে। একটা অদ্ভুত আতঙ্ক কাজ করছে। এই পরিস্থিতির শিকার হয়ে এখন আমি অন্তত বুঝতে পারছি, কেন মানুষ মারা যাচ্ছে।’’

উল্লেখ্য, কিছুদিন আগেই একই কারণে শুনানিতে ডাক পেয়েছিলেন অভিনেতা দেব। এবার সেই তালিকায় যুক্ত হলো সৌমিতৃষার নামও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen