খগেন-শঙ্করের পর জনতার ক্ষোভের মুখে উত্তরবঙ্গের আরও এক BJP জনপ্রতিনিধি

October 13, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৫১: লাগাতার জনতার ক্ষোভের মুখে পড়ছে উত্তরবঙ্গের গেরুয়া জনপ্রতিনিধিরা। সোমবার কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। অভিযোগ, তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলকর্মীরা।

দুর্গাপুর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার তুফানগঞ্জ থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাভা রায় সেই কর্মসূচিতে যোগ দিতে দলীয় কার্যালয়ে পৌঁছন।
বিজেপি কার্যালয়ের সামনে কোচবিহারের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল।

বিজেপির অভিযোগ, গেরুয়া কর্মী এবং সমর্থকদের ব্যপক মারধর করেছে তৃণমূল। বিজেপি ও তৃণমূল, দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, দুর্যোগপীড়িত নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে খগেন মুর্মু চিকিৎসাধীন থাকলেও ছাড়া পেয়েছেন শংকর ঘোষ। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তর্জা। বিজেপি, তৃণমূলকে কাঠগড়ায় তুললেও; তৃণমূলের বক্তব্য খগেন ও শঙ্কর গোষ্ঠী কোন্দলের জেরে মার খেয়েছেন। তারপর কুমারগ্রামের বিজেপি বিধায়কও জনবিক্ষোভের মুখোমুখি হন নিজের বিধানসভা এলাকায়। একের পর এক গেরুয়া জনপ্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ছেন। প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে বিজেপি কি জমি হারাচ্ছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen