আরও বিপন্ন মধ্যবিত্তের দিনযাপন! মোবাইল রিচার্জের পর এবার বাড়ছে টিভি দেখার খরচ
এবার কেবলওয়ালারাও আসরে, আম জনতার জীবনকে আরও একটু বিপন্ন করে তুলতে চলেছেন তারা। এমনই শোনা যাচ্ছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমেই কঠিন হয়ে পড়ছে মধ্যবিত্তের দিনযাপন, ওষুধের দাম বাড়ছে। সবজির দাম আকাশ ছুঁয়েছে। মোবাইল রিচার্জও বেড়েছে এক ধাক্কায়। এবার কেবলওয়ালারাও আসরে, আম জনতার জীবনকে আরও একটু বিপন্ন করে তুলতে চলেছেন তারা। এমনই শোনা যাচ্ছে। যাকে কেন্দ্র করে এখন চিন্তার ভাঁজ পড়েছে আম জনতার কপালে।
সীমিত টাকায় সংসারের চাকা গড়াবে কী করে? পেনশনের টাকায় কীভাবে সংসার চলবে? অবসরপ্রাপ্ত কর্মচারীরা দিশেহারা। চাকরিরত মধ্যবিত্তরা ভাবছেন, মাসের শেষে ইএমআই, নানা রকমের ইনসিওরেন্সের বোঝা! তারপর এই খরচ টানবেন কীভাবে। কেউ কেউ বলছেন কেবল বন্ধ করে দিতে হবে। বিনোদন বলে কিছু থাকবে না! যা দেখার বা জানার তা ফোনেই সারতে হবে।
মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধি নিয়ে দেশ উত্তাল! কেন্দ্রের নিয়ামক সংস্থা মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাত তুলে নিয়েছে। মূল্যবৃদ্ধিতে পুড়ছে দেশ। অনেকেই মনে করছেন, ভোট মিটতে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছে। আম জনতা রাজনীতি নিয়ে ভাবেন না! দিন শেষে, পকেটে সামান্য টাকা দেখতে চান। ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান। কিন্তু নাওয়া-খাওয়া চালাতেই কালঘাম ছুটছে, কোথা থেকে হবে সঞ্চয়!