ফের বাড়ছে করোনা, বিমানযাত্রীদের জন্য মাস্ক আবার বাধ্যতামূলক
বিমান যাত্রার সময় যাত্রীরা যাতে কোভিডবিধি মেনে চলেন, সেদিকে নজর দিতে গত ১৬ অগাস্ট কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণের মন্ত্রকের তরফে উড়ান সংস্থাগুলিকে জানানো হয়েছে৷

ফের দেশজুড়ে করোনা (COVID 19) সংক্রমণ বাড়ায় আবার বিমান সংস্থাগুলিকে কঠোরভাবে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিল কেন্দ্র ৷ বিমান যাত্রার সময় যাত্রীরা যাতে কোভিডবিধি মেনে চলেন, সেদিকে নজর দিতে গত ১৬ আগস্ট কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণের মন্ত্রকের তরফে উড়ান সংস্থাগুলিকে জানানো হয়েছে৷
কেন্দ্রে নিজেদের অনুযায়ী কোনও যাত্রী যদি কোভিডবিধি মানতে তা চানা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ এছাড়াও ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) (Directorate General Of Civil Aviation -DGCA) আধিকারিকরা বিমানবন্দরে মাঝে মধ্যে পরিদর্শনে যেতে পারেন বিমান সংস্থাগুলি ঠিক মতো কোভিডবিধি পালন করছে কি না তা দেখতে ৷
বিমানবন্দরে ঢোকার পর যাত্রীরা যাতে সবসময় মাস্ক (Mask) ব্যবহার করেন, বা ঠিক মত স্যানিটাইজ হচ্ছে কি না, সেদিকে নজর রাখতে হবে, নির্দেশ দিয়েছে ডিজিসিএ৷