সিঙ্গুরে কৃষি ও শিল্প চলবে একসঙ্গে, কামারকুন্ডু রেলব্রিজ উদ্বোধন করে বললেন মমতা

সিঙ্গুরের সভায় দাঁড়িয়ে তিনি সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণা করার পাশাপাশি শিল্পের কথাও শুনিয়েছেন। তিনি বলেন, এখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হচ্ছে, কোচ ফ্যাক্টরি হচ্ছে।

June 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার সিঙ্গুরের মঞ্চ থেকে ভার্চুয়ালি কামারকুণ্ডু রেলব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই কামারকুণ্ডু রেল ব্রিজ উদ্বোধন নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রেলের তরফে হুগলির জেলাশাসককে একটি চিঠি দেওয়া হয়। রেলের তরফে ওই চিঠিতে দাবি করা হয়, কামারকুন্ডু রেল ব্রিজ তৈরিতে রেল দিয়েছে ২৬ কোটি ৭০ লক্ষ টাকা। রাজ্য সরকার খরচ করেছে ১৮ কোটি ১৬ লক্ষ টাকা। তাই মুখ্যমন্ত্রী উদ্বোধনে থাকলে, আমরাও চাই রেলমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হোক।

ফলে এই বিতর্কের মধ্যে এদিন অর্থাৎ শুক্রবার কামারকুন্ডু রেলব্রিজ উদ্বোধন করে মমতা বলেন, ‘‘আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এখানে কিষাণ মাণ্ডি করে দিয়েছিলাম। তারকেশ্বর-কামারপুকুর রেল করে দিয়েছিলাম। তার মধ্যেই এই ব্রিজটা ছিল।’’ তিনি আরও বলেন, ‘‘এই ব্রিজটা তৈরি করতে ৫৪ কোটি টাকা খরচ হয়েছে। ৩৪ কোটি টাকা আর জমি দিয়েছে রাজ্য সরকার।’’

অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে সরসরি আক্রমণ না করেও বুঝিয়ে দিলেন, হুগলির জেলাশাসককে চিঠি দিয়ে রেল যে তথ্য দিয়েছে তা সঠিক নয়।

এদিন সিঙ্গুরে জনসভার আগে বাজেমেলিয়া সন্তোষী মা’র মন্দিরে পুজো দেন মমতা। সিঙ্গুরের সভায় দাঁড়িয়ে তিনি সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণা করার পাশাপাশি শিল্পের কথাও শুনিয়েছেন। তিনি বলেন, এখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হচ্ছে, কোচ ফ্যাক্টরি হচ্ছে। এখানে কৃষি ও শিল্প পাশাপাশি চলবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen