এবার ঘুচতে চলেছে নব্বই বছরের একাকীত্ব, সঙ্গী পাচ্ছেন মহারাজা?

প্রায় নয় দশকেরও বেশি সময় যাবৎ তিনিই এয়ার ইন্ডিয়ার ম্যাসকট। তারই নাম ‘মহারাজা’। দীর্ঘ ৯০ বছরেরও বেশি সময় ধরে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যের সঙ্গী মহারাজ।

February 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এয়ার ইন্ডিয়ার যাত্রীদের সঙ্গে মহারাজার দোস্তি দীর্ঘদিনের। মাথায় লাল-হলুদ পাগড়ি। গায়ের লাল কোট, তাতে হলুদের ছোঁয়া। বড় কালো গোঁফ। প্রায় নয় দশকেরও বেশি সময় যাবৎ তিনিই এয়ার ইন্ডিয়ার ম্যাসকট। তারই নাম ‘মহারাজা’। দীর্ঘ ৯০ বছরেরও বেশি সময় ধরে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যের সঙ্গী মহারাজ। সেই ঐতিহ্য বজায় রেখে আধুনিকতাকে পাথেয় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিতে চলেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মহারাজের নিঃসঙ্গতা কাটতে চলেছে। শীঘ্রই সঙ্গী পাচ্ছে ‘মহারাজা’।

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। যদিও মহারাজার সঙ্গী ছেলে না মেয়ে, তা নিয়ে কিছু বলা হয়নি। ক্যাম্পবেলের ইঙ্গিত, সঙ্গিনীই পেতে চলেছে মহারাজা। তার কথায়, মহারাজা অবশ্যই থাকবে। তবে মহিলা চরিত্র যোগ করে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের বিশেষ টিম নিরলসভাবে কাজ করে চলেছে এই কাজে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen