বিমান পরিষেবায় অচলাবস্থা, ইন্ডিগোর বহু ফ্লাইট বাতিলের জেরে সুপ্রিম কোর্টে মামলা যাত্রীদের

December 6, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০৬: ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়ে থেকেও উড়ানে উঠতে পারছেন না বহু যাত্রী। হঠাৎ করে একের পর এক উড়ান বাতিল হওয়ায় কার্যত বিপর্যস্ত বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ যাত্রীরা শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি—প্রধান বিচারপতির হস্তক্ষেপেই মিলবে সমাধান।

ইন্ডিগো কর্তৃপক্ষ দাবি করেছে, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। তবুও শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন বিমানবন্দরে একই চিত্র—বাতিলের লম্বা তালিকা। কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে শনিবার সকালেই বাতিল হয়েছে তিনটি আন্তর্দেশীয় ও তিনটি অন্তর্দেশীয় উড়ান। আহমেদাবাদ বিমানবন্দরে শুক্রবার মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। চেন্নাই বিমানবন্দরে সকাল ৯টার আগে বাতিল উড়ানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ।

পরিসংখ্যান বলছে—শুক্রবার প্রায় এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫৫০। সংস্থার আশা, শনিবার বাতিলের হার হাজারের নিচে নামতে পারে।

এদিকে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন—পরিস্থিতি স্বাভাবিক করতে সংস্থা সর্বোচ্চ চেষ্টা করছে। বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে—ফ্লাইট স্ট্যাটাস অবশ্যই দেখে নিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen