পাকিস্তান যে ভাষা বোঝে তাতেই জবাব দেওয়া হোক, POK পুনর্দখলের দাবি অভিষেকের

এখন সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর (POK) পুনর্দখল করতে হবে।

April 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
পাকিস্তান যে ভাষা বোঝে তাতেই জবাব দেওয়া হোক, POK পুনর্দখলের দাবি অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় পর্যটকেরা। গোটা দেশ বদলার আগুনে ফুঁসছে। কেন্দ্র সরকার কিছু কূটনৈতিক পদক্ষেপ করলেও, এখনও কোনও সামরিক পদক্ষেপের কথা প্রকাশ্যে আসেনি। এই আবহে, পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দেওয়া ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স পোস্টে তিনি লিখছেন, “বিগত কয়েকদিন ধরে প্রথম সারির কিছু সংবাদ মাধ্যম এবং
কেন্দ্র সরকারের শীর্ষস্থানীয়দের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমি। পহেলগাঁওয়ের বেনজির সন্ত্রাসী হামলার কারণ হিসাবে যে দোষত্রুটি ছিল তার তদন্ত করার পরিবর্তে, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধার্থে একটি বিশেষ ধরনের ন্যারেটিভ প্রচারে ব্যস্ত।”

তৃণমূলের সেনাপতি আরও লেখেন, “এটাই সময়, তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সমস্যার চিরস্থায়ী সমাধান খুঁজতে হবে। এখন আর সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের প্রতি প্রতীকী হুমকি দেওয়ার সময় নয়। এখন সময় এসেছে পাকিস্তান যে ভাষা বোঝে, সেই ভাষায় শিক্ষা দিতে হবে। এখন সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর (POK) পুনর্দখল করতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen