বীরভূমে অভিষেক, আরও তীব্র হবে শীতের কামড়, মাদুরো অপহরণ পরবর্তী পরিস্থিতি, আজ নজরে কোন কোন খবর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০:
আজ বীরভূমে অভিষেক
বছর পড়তেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফর শুরু করেছেন তৃণমূলের সেনাপতি। আজ অভিষেকের কর্মসূচি বীরভূমে জেলায়। সাড়ে ১২টা নাগাদ তারাপীঠ মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। তার পর তিনি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে, রণ সংকল্প সভায়। সভা শেষ করে অভিষেক যাবেন রামপুরহাট হাসপাতালে। সোনালি খাতুন ও তাঁর সদ্যোজাত পুত্রসন্তানকে দেখবেন অভিষেক।
সভা থেকে কী বার্তা দেন অভিষেক, সেদিকেই নজর থাকবে।
আরও তীব্র হবে শীতের কামড়?
হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও ঠান্ডা পড়বে। এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত সপ্তাহখানেক দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই-চার ডিগ্রি নীচে থাকবে। উত্তুরে হাওয়ার দাপটে শীতের অনুভূতি আরও বাড়বে। উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। আরও পারদপতনের সম্ভাবনা রয়েছে উত্তরে।
মাদুরো অপহরণের পরেও জারি ট্রাম্পের হুমকি
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপহরণ’ করেছে মার্কিন বাহিনী। আমেরিকায় নিয়ে গিয়ে মাদুরোর বিচার শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এহেন কাণ্ডের সমালোচনাও শুরু হয়েছে গোটা বিশ্বে। উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। অন্যদিকে, ট্রাম্প অন্যান্য রাষ্ট্রের উপর হুমকি জারি রেখেছেন। কলম্বিয়া থেকে ফিনল্যান্ড কেউই রক্ষা পাচ্ছেন না। এমনকী ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।