আজ ECI-র দুয়ারে তৃণমূলের প্রতিনিধি দল, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামছে বাংলা, নজর কোন কোন খবরে?

November 28, 2025 | < 1 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল
আজ, শুক্রবার সকাল ১১টায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দুটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছে কমিশন। দিল্লির নির্বাচন সদনে সাক্ষাৎ হবে। তৃণমূল কী বলে, সেই খবরে নজর থাকবে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুখোমুখি বাংলা-গুজরাত
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের মাধ্যমে অভিযান শুরু করেছে বাংলা। প্রথম ম্যাচে বরোদাকে ছয় উইকেটে হারিয়েছে অভিষেক পোড়েলের দল। দ্বিতীয় ম্যাচে বাংলা মুখোমুখি হচ্ছে গুজরাতে। ইডেনে ঘরের মাঠে ম্যাচ। খেলা শুরু হবে বিকাল সাড়ে চারটে থেকে।

কর্নাটকে কুর্সির কোন্দল
মুখ্যমন্ত্রীর কুর্সিতে থেকে যাবেন সিদ্দারামাইয়া? নাকি শিবকুমারের অভিষেক আসন্ন? কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তথা উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন কংগ্রেস হাই কম্যান্ড। আজ কি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে?

ঘূর্ণিঝড়ের প্রভাব নেই বঙ্গে
‘সেনিয়ার’-র পর বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, নাম ‘দিটওয়া’। তারও প্রভাব বঙ্গে পড়বে না। সর্বত্র শীতের আমেজ রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen