বাংলার ভোট ময়দানে আরও একটা রাজনৈতিক দল?

অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি আসন্ন লোকসভা ভোটে বাংলায় প্রার্থী দিতে চলেছে

February 19, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ভোট ময়দানে আরও একটা পক্ষ, শোনা যাচ্ছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি আসন্ন লোকসভা ভোটে বাংলায় প্রার্থী দিতে চলেছে। সম্প্রতি নির্বাচন কমিশন অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে মূল দল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

রাজ্য বিজেপির এক প্রাক্তন নেতাকে সভাপতি করে এনসিপি বাংলার মাটিতে রাজনৈতিকভাবে সক্রিয় হতে চাইছে। অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি’র রাজ্য সভাপতি হয়েছেন অমিয় সরকার। বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন অমিয় সরকার। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে প্রার্থীও হয়েছিলেন। সভাপতি হয়ে অমিয় সরকার জানিয়েছেন, বাংলার মাটিতে রাজ্য বিজেপির সঙ্গে জোট করে তারা আগামীতে নির্বাচনী লড়াই করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen