Parth Pawar: ১৮০০ কোটির জমি দুর্নীতির অভিযোগ NDA-শরিক অজিত পাওয়ারের পুত্রের বিরুদ্ধে

November 9, 2025 | 2 min read

Authored By:

Raj Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Ajit Pawar) পুত্র পার্থ পওয়ারের বিরুদ্ধে ১,৮০০ কোটি টাকার জমি দুর্নীতির তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর) একটি রিপোর্ট জমা দিয়েছেন, যেখানে স্পষ্টভাবে উঠে এসেছে গুরুতর অনিয়ম ও বেআইনি লেনদেনের অভিযোগ।

রিপোর্টটি মুম্বইয়ের এডিশনাল মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পুণের মুন্ধওয়া এলাকায় সরকারি জমি বিক্রির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসার পর এক আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এবং ৮ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, মুন্ধওয়ার ৪৩ একর (প্রায় ১৭.৫ হেক্টর) জমি, যা নথিতে মুম্বই সরকারের নামে রেজিস্টার করা ছিল, সেটি মাত্র ৩০০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে আমেদিয়া এন্টারপ্রাইজেস নামের একটি সংস্থার কাছে, যা অজিত-পুত্র পার্থ পওয়ারের সঙ্গে যুক্ত। অথচ সেই জমির বাজারমূল্য প্রায় ১,৮০০ কোটি টাকা।

উল্লেখযোগ্যভাবে, এই জমি মূলত ১৫ বছরের জন্য ইন্ডিয়ান বোটানিকাল সার্ভেকে লিজে দেওয়া হয়েছিল, পরে তা ২০৩৮ সাল পর্যন্ত বছরে মাত্র ১ টাকার ভাড়ায় নবীকরণ করা হয়। অর্থাৎ, জমিটির মালিকানা কার্যত সরকারেরই হাতে থাকার কথা ছিল।

তদন্তে আরও ধরা পড়েছে, ৩০০ কোটি টাকার লেনদেনের ক্ষেত্রে যেখানে মোট স্ট্যাম্প ডিউটি হওয়া উচিত ছিল প্রায় ২১ কোটি টাকা, সেখানে পুরো চুক্তি রেজিস্ট্রি করা হয়েছে মাত্র ৫০০ টাকার টোকেন মূল্যে।

এই চাঞ্চল্যকর কেলেঙ্কারি নতুন করে প্রশ্ন তুলেছে, কীভাবে এমন এক বিশাল সরকারি সম্পত্তি প্রায় বিনা মূল্যে অজিত পওয়ারের পরিবারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হল? বিজেপি-নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কি এবার নিজের দুর্নীতির পাহাড়ে চাপা পড়তে চলেছে? জনগণের সম্পদের এই নির্লজ্জ লুঠ যে মহারাষ্ট্রে দুর্নীতির নগ্ন চিত্র তুলে ধরেছে, তা নিয়ে এখন উত্তাল রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen