NCP-র ভাঙন কি ‘Eye wash’? অজিত-সুপ্রিয়ার ভাইফোঁটা নিয়ে খোঁচা নিন্দুকদের

শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের দড়ি টানাটানিতে উত্তাল হয় বাণিজ্যনগরীর রাজনীতি। প্রকাশ্যে এসে পড়ে এনসিপির ভাঙন।

November 16, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: NCP-র ভাঙন কি লোক দেখানো? উঠছে প্রশ্ন। চলতি বছরের ২ জুলাই, অজিত পাওয়ার মহারাষ্ট্রের বিজেপি ও একনাথপন্থী শিবসেনার জোটে যোগ দেন। মন্ত্রিত্বও পান। অজিতের সঙ্গেই গেরুয়া জোটে চলে যান এনসিপির বেশ কয়েকজন জনপ্রতিনিধি। তুঙ্গে ওঠে বিতর্ক। শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের দড়ি টানাটানিতে উত্তাল হয় বাণিজ্যনগরীর রাজনীতি। প্রকাশ্যে এসে পড়ে এনসিপির ভাঙন।

কিন্তু ভাইফোঁটায় দেখা গেল অন্য এক ছবি। শরদকন্যা সুপ্রিয়া সুলে ফোঁটা দিচ্ছেন দাদা অজিতকে, সমাজ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে কি ভাঙনের পুরোটাই লোক দেখানো? নিজে ইন্ডিয়া জোটে থেকে বিজেপির সঙ্গে সখ্য রাখতেই কি অজিতকে গেরুয়া জোটে পাঠিয়েছে শরদ পাওয়ার? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen