বারবার একই মঞ্চে অজিত-শরদ, কোন খাতে মহারাষ্ট্রের রাজনীতি?

মারাঠাভূমে কি রাজনৈতিক সমীকরণ বদল হচ্ছে?

April 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মারাঠাভূমে কি রাজনৈতিক সমীকরণ বদল হচ্ছে? শোনা যাচ্ছে, রাজ ও উদ্ধব ঠাকরে কাছাকাছি আসছেন। অন্যদিকে, গত ১৫ দিনের মধ্যে তিনবার শারদ পাওয়ার ও তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে এক মঞ্চে দেখা গেল।

সোমবার পুনের বসন্তদাদা সুগার কমপ্লেক্সের এক অনুষ্ঠানে যোগ দেন কাকা-ভাইপো। কৃষি ও চিনিশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এক আলোচনায় অংশ নেন তাঁরা। কাকা-ভাইপোর সমীকরণ নিয়ে জল্পনা আরম্ভ হয়েছে। কাকা শারদ পাওয়ারের এনসিপি ভেঙে নতুন দল গড়েছেন ভাইপো অজিত। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উপ মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে জল্পনা চলছে, কাকা আর ভাইপোর মিলন হতে পারে। বিরোধী শিবিরের অন্যতম মুখ শারদের ভূমিকা নিয়ে চিন্তিত রাজনৈতিক মহলে। যদিও অজিত জানান, এই বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পরিবার সবার আগে।

কিছুদিন আগেই অজিতের ছেলে জয়ের এনগেজমেন্টে গিয়েছিলেন শারদ। তারপর সাতারায় রায়ত শিক্ষন সংস্থার অনুষ্ঠানেও দুজনকে এক সঙ্গে দেখা যায়। শারদ সংস্থার সভাপতি আর অজিত ট্রাস্টের অন্যতম সদস্য। অজিতও জানিয়েছেন, তিনি উপ মুখ্যমন্ত্রী নন, ট্রাস্টের সদস্য হিসেবে অনুষ্ঠানে
গিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen