মহালয়ায় মমতার লেখা ও সুরে ১৭টি গানের অ্যালবাম প্রকাশিত হবে

September 20, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১২: শনিবার শহর কলকাতার একাধিক দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীন হয়ে টালা প্রত্যয় এবং শেষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তবে কোনও মণ্ডপই ঘুরে দেখেননি তিনি। তাঁর কথায়, ‘‘আমি পুজোমণ্ডপ উদ্বোধন করতে এসেছি। মাতৃপ্রতিমার নয়। মহালয়ার দিন থেকে মাতৃপ্রতিমার উদ্বোধন করব।’’

এবার ৩ হাজারের বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বহু আবেদন থাকলেও সময়াভাবে মুখ্যমন্ত্রী কয়েক হাজার পুজোর উদ্বোধন করতে পারেননি। শনিবার, উৎসবের সূচনায় জানালেন মমতা। একই সঙ্গে জানান, মহালয়ায় তাঁর লেখা ও সুরে দু’টি সিডি প্রকাশিত হবে। এই অ্যালবামের গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তৃষা প্রমুখ। পুজোর গানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগে পুজোর গানের অ্যালবাম বের হত। এখন সেসব কার্যত উঠে গিয়েছে। এখন সকলে থিম সং তৈরি করে। এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের জন্য প্রায় ১১ বছর ধরে গান লেখা ও সুর করার কথা বলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen